Advertisement
Advertisement
DYFI

মীনাক্ষীর অপসারণ নিশ্চিত! DYFI-এর পরবর্তী রাজ্য সম্পাদক কে? লড়াইয়ে কলকাতা-বর্ধমান লবি

প্রতিযোগিতায় উঠছে যুব সংগঠনের দায়িত্ব সামলানো একাধিক নেতানেত্রীর নাম।

Clash bwtween Kolkata and Burdwan lobby of CPM to select next DYFI state secretary after Minakshi Mukherjee
Published by: Sucheta Sengupta
  • Posted:June 17, 2025 8:56 am
  • Updated:June 17, 2025 8:59 am  

স্টাফ রিপোর্টার: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক পদ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়া কার্যত নিশ্চিত। আর সেই পদে পার্টির বর্ধমান লবি থেকেই কাউকে বসানোর জন্য সিপিএমের মধ্যেই জোর দাবি উঠেছে। বর্ধমান জেলার যুবনেতা অয়নাংশু সরকারের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে দাবি উঠেছে, ডিওয়াইএফআইয়ের বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক পদে এনে অয়নাংশুকে সভাপতি করার। আবার কলকাতা জেলা সিপিএমের একাংশ চাইছে কলতান দাশগুপ্তকে যুব সংগঠনের রাজ্য সভাপতি বা সম্পাদক পদে বসানো হোক। কাজেই ডিওয়াইএফআইয়ের পরবর্তী দায়িত্বে সভাপতি ও সম্পাদক পদে কারা তা নিয়ে সিপিএমের কলকাতা ও বর্ধমান লবির মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

কলকাতার যুব নেতা কলতান দাশগুপ্ত। ফাইল ছবি।

অন্যদিকে, আবার সিপিএম পার্টিতে আরেক পরিচিত মুখ এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরের নাম উঠলেও সেক্ষেত্রে কিছু সাংগঠনিক সমস্যা রয়েছে। দীপ্সিতা দিল্লি শাখার পার্টি সদস্য। ফলে বঙ্গ সিপিএমের কোনও পদে তিনি নেই। তবে পার্টির একটা অংশ বলছে, বঙ্গ সিপিএমের পার্টি সদস্য করে দীপ্সিতাকে মীনাক্ষীর জায়গায় বসানো হোক। বর্তমানে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছেন। তাই এবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই থেকে সরে যেতে হবে মীনাক্ষীকে। তিনিও পার্টির বর্ধমান লবির সদস্য।

সিপিএমের যুবনেত্রী দীপ্সিতা ধর। ফাইল ছবি।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আগামী ২১ থেকে ২৩ জুন সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্মেলন হবে। সেখানেই এই সাংগঠনিক পরিবর্তন হওয়ার কথা। কিন্তু যুবর দায়িত্ব কার হাতে ছাড়বেন সেলিমরা, তা নিয়ে সিপিএমের অন্দরে এখন জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি কলতান দাশগুপ্তর সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

পার্টির সদস্যপদ ট্রান্সফার করে দীপ্সিতাকে যুব সংগঠনের রাজ্য সম্পাদক পদে আনার দাবিও উঠেছে। এদিকে, ডিয়াইএফআইয়ের ২০তম রাজ্য সম্মেলন উপলক্ষে সোমবার সন্ধ্যায় শ্যামবাজারে জনসভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত প্রমুখ। অন্যদিকে উত্তর ২৪ পরগনা ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি দেব। সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষির উপরই জেলার যুব সংগঠনের দায়িত্ব দিয়েছে সিপিএম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement