প্রতীকী ছবি
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: স্কুলের পরীক্ষায় পরিবারের প্রত্যাশামতো ফল হয়নি! বাবা-মায়ের প্রত্যাশাপূরণে কি প্রবল চাপ তৈরি হয়েছিল ছোট্ট মাথায়? শেষপর্যন্ত চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিল ওই কিশোরী! শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ায়। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মাটিগাড়া থানার বাসিন্দা বছর ১৫-এর ওই কিশোরীর নাম সরলা ঠকচক। শিলিগুড়ির কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। মা বিএসএফ কর্মী। ওই ছাত্রীর পিতার নাম অজিতকুমার সিং। কদমতলার বিএসএফ ক্যাম্পের ভিতরেই একটি বহুতল থেকে ওই ছাত্রী ঝাঁপ দেয়! পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল ওই ছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে সে ক্যাম্পের অন্য একটি বহুতলে যায়। ওই বহুতলের আটতলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী! ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। পরে একটি সুইসাইড নোট উদ্ধার হয় ওই বাড়ির আটতলা থেকে। একটি চিরকুট হাতঘড়ি দিয়ে চাপা দেওয়া ছিল। নোটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশুনায় ভালো নই।” খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রীর দিন কয়েক আগে পরীক্ষায় ফল বেরিয়েছিল। বাবা-মায়ের প্রত্যাশামতো ফল হয়নি বলে মনে করা হয়েছিল। সেখান থেকেই কি এই মর্মান্তিক ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। মাটিগাড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতার বাবা-মা’কেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। ঘটনায় শোকের ছায়া ওই ক্যাম্পে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.