Advertisement
Advertisement
Bangaon

ক্লাস চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর! চাঞ্চল্য বাগদার স্কুলে

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Class seven student try to killed him self at Bangaon School
Published by: Subhankar Patra
  • Posted:August 21, 2025 6:11 pm
  • Updated:August 21, 2025 6:16 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্কুল চলাকালীন শ্রেণিকক্ষের পিছনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির এক ছাত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে। নাবালিকাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্কুল শুরু হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। বিষ পান করে সে। নাবালিকা অসুস্থ হয়ে পড়তেই তার সহপাঠীরা ছুটে যান প্রধান শিক্ষকের কাছে। তড়িঘড়ি পড়ুয়াকে উদ্ধার করে সিন্দ্রানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে ওই নাবালিকা ছাত্রী বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে ছাত্রী আত্মহত্যার চেষ্টা করল তা নিয়ে ধোঁয়াশা। নাবালিকার মায়ের দাবি গতকাল স্কুলে বান্ধবীদের সঙ্গে গন্ডগোল হয়। সেই কারনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে অনুমান তাঁর। সূত্রের খবর বাড়িতে পড়াশোনা না করায় ওই ছাত্রীকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলে পরিবার। সেই কারণেও এই চেষ্টা বলে মনে করা হচ্ছে। যদিও নাবালিকার মা এই অভিযোগ অস্বীকার করেছেন।

ছাত্রী নিজে ব্যাগে করে ওই বিষ জাতিয় কিছু এনেছিল বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। স্কুলের পক্ষে প্রধান শিক্ষক আনন্দ সরকার বলেন, “আমাদের স্কুলের দু’হাজারের বেশি পড়ুয়া। আমরা সব সময় কাউন্সিলিং করি। কেউ যদি ব্যাগে করে লুকিয়ে কিছু স্কুলে নিয়ে আসে সেটা বোঝা খুব কঠিন। ওই ছাত্রীকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করেছি এখন সে সুস্থ আছে।” খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় পঞ্চায়েতে উপপ্রধান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement