অর্ণব দাস, বারাকপুর: জামিনে মুক্ত হয়েই ফের তাণ্ডব আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের শাগরেদের! জেল থেকে বেরিয়েই মদ্যপ অবস্থায় সাক্ষী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে আবারও পুলিশের জালে সুশোভন সরখেল নামে জয়ন্ত সিংয়ের সঙ্গী। রবিবার রাতে সুশোভনের এহেন কুকীর্তি ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বেলঘরিয়া পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে জয়ন্তের কুখ্যাত শাগরেদকে গ্রেপ্তার করে। মঙ্গলবার জয়ন্ত সিংয়ের মামলার শুনানি হবে বারাকপুর আদালতে। তার ঠিক আগে তার শাগরেদের এমন হুঁশিয়ারি নিয়ে বেশ জলঘোলা হল।
আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিং ইতিমধ্যে জেলবন্দি। তার বিরুদ্ধে মামলায় সাক্ষী বিমল পাঁজা ও তাঁর পরিবার। তাঁদের সাক্ষী দিতে বারবার বাধা, হুঁশিয়ারির অভিযোগ উঠেছিল আগেই। বেশ কয়েকমাস আগে বিমল পাঁজাকে গাড়িতে বসে হুমকি দিতে দেখা যায় জয়ন্ত সিংয়ের শাগরেদ সুশোভন সরখেলকে। সেই সময় বেলঘরিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এতদিন জেলেই ছিল সুশোভন। রবিবার জামিনে ছাড়া পায় সে। এরপরই ফের দৌরাত্ম্য শুরু করে সুশোভন।
অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় জয়ন্ত সিং মামলার সাক্ষী বিমল পাঁজা ও তার পরিবারকে গিয়ে হুমকি দেয় সুশোভন। তা দেখতে পেয়ে অভিযুক্তকে ধরে ফেলেন এলাকাবাসী। খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। সুশোভনের হুমকিতে যথেষ্ট আতঙ্কিত সাক্ষী ও তার পরিবারের লোকজন। এই খবর পেয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন, এলাকায় এসব তাণ্ডব বরদাস্ত হবে না। উপযুক্ত শাস্তি হবে অভিযুক্তের। সাক্ষীদের নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.