Advertisement
Advertisement

Breaking News

Schools

প্রবল দুর্যোগ, মঙ্গলবার থেকেই রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মমতার

বেসরকারি স্কুলগুলির কাছে ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee announces puja vacation to the schools earlier due to disaster
Published by: Sucheta Sengupta
  • Posted:September 23, 2025 1:28 pm
  • Updated:September 23, 2025 9:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল দুর্যোগে এগিয়ে এল পুজোর ছুটি। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।”

Advertisement

তাঁর এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানান। আগামী রবিবার ষষ্ঠী। ওইদিন থেকে এবছরের দুর্গাপুজো। সাধারণত চতুর্থী থেকে ছুটি পড়ে যায় সরকারি স্কুলগুলিতে। কিন্তু সোমবার রাত থেকে টানা এত পরিমাণ বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত নগরজীবন। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে ছোট, বড় কেউই নিরাপদ নয়। সেকথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী সরকারি স্কুলগুলিতে আগাম ছুটি ঘোষণা করেছেন। অর্থাৎ দ্বিতীয়া থেকেই এবার হিসেবমতো ছুটি পড়ে গেল। 

তবে তাতে খুব একটা খুশি হওয়ার উপায় নেই। কারণ, চারপাশে পরিবেশ অত্যন্ত দুর্যোগপূর্ণ। মঙ্গলবার বেসরকারি স্কুলগুলিও ছুটি ঘোষণা করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায়,  ”শুধু আজ ছুটি দিলে হবে না। আগামিকালও (বুধবার) এমন দুর্যোগ থাকবে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অন্তত দুটো দিন ছুটি দিন। বাচ্চারা নইলে সমস্যায় পড়বে।” 

এই বিপদ কাটতে না কাটতেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আবারও এক নিম্নচাপ ঘনাচ্ছে। আবারও বৃষ্টির আশঙ্কা এবং জলবন্দি হয়ে পড়তে পারে শহর। মুখ্যমন্ত্রী জানান, গঙ্গায় মহালয়া থেকে জোয়ার চলছে। জল বেরিয়ে যাওয়ার আর কোনও জায়গা নেই। এই অবস্থায় শহরবাসীকে বাড়ির বাইরে না বেরনোর সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ