সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর বাংলায় এসআইআর! এই জল্পনার মাঝে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ভুগছেন অনেকেই! এই ইস্যুতে বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বিজেপির ললিপপ হয়ে যাবেন না”, বলে কমিশনকে তোপ মমতার।
বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করেছে নির্বাচন কমিশন। তাতে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে বঙ্গেও এসআইআর হবে বলেই জল্পনা। সেই সুর ধরে মঙ্গলবারের সভা থেকে মমতা বলেন, “ভোট আসলেই এনআরসি। ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা।” একটু থেমে তিনি যোগ করেন, “ইলেকশন কমিশনকে অনেক প্রণাম জানাই, সালাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না।”
এরপরই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, “ভোটের আগে আসবে। বলবে, এখানে নাকি সব বাংলাদেশি হয়ে গিয়েছে।” একথা জানিয়ে দেশভাগের কথা টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলাদেশের ভাষা ও আমাদের ভাষা এক হলে আমরা কী করব? দেশভাগ তো আমরা করিনি। বাংলাকে ওরা সহ্য করতে পারে না।” হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বাংলা আমরা বলবই। বাংলার ইতিহাস ভুলে যাবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.