সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরের (Bolpur) মিছিল শেষে নাম না করে মোদিকে একহাত নিলেন মমতা। বললেন, ‘নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন?’ এরপরই ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দিলেন তিনি। বললেন, “আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন। ফিরে আসুন, যারা ভালোবাসেনা তাঁদের কাছে থাকবেন না।”
ভিনরাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। তাঁদের বাংলাদেশি বলে তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে বলেও অভিযোগ। এর বিরুদ্ধে রাজ্যজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। সোমবার রবীন্দ্রনাথের বোলপুরে মিছিল করেন তিনি। সেখান থেকেই মোদিকে একহাত নেন তিনি। মনে করিয়ে দেন স্বাধীনতায় বাঙালিদের ভূমিকা। বলেন, “রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্য়াচার করা হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা বাংলা। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে। সতীদাহ প্রথা করতে পারে।” মোদির নাম না ররে মমতার উক্তি, “নেতাজি নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন? ইতিহাস ভুলবেন না। বাংলার গুরুত্ব ভুলবেন না।”
এরপরই মমতা মনে করিয়ে দেন, বাংলা সব ভাষার মানুষদের একইভাবে সম্মান দেয়। তাঁর কথায়, “আমি কোনও ভাষার বিরোধী নই। আমরা একতা চাই। এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার মূল অস্ত্র একতা।” হুঙ্কার ছেড়ে মমতা বললেন, “জীবন দিয়ে দেব, কিন্তু ভাষা কাড়তে দেব না।” এরপরই ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দেন মমতা। তিনি বলেন, “যাঁরা ভালোবাসে না তাঁদের কাছে থাকবেন না। বাংলায় কাজ রয়েছে। বাংলায় ফিরে আসুন।” ঠিক ঘরের মেয়ের মতো মুখ্যমন্ত্রী বললেন, “আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.