অর্ণব দাস, বারাকপুর: প্রথমে মেসেজ করে কুপ্রস্তাব, তাতে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে ভাড়াটে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, যৌন নিগ্রহের শিকার নাবালিকা বাড়িতে জানানোর পর তার মা প্রতিবাদ করতে গেলে তাঁকে ওই নেতা ও তাঁর দলবল মারধর করা হয় বলেও অভিযোগ। খড়দহের এই ঘটনায় প্রতিবাদ করায় ঘরও ছাড়তে হয় ওই পরিবারকে। রহড়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সারদাপল্লির বাসিন্দা তৃণমূল নেতা রাজু পেয়াদা। তাঁর বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন মহিলা। কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন তিনি। সেই সুযোগে তাঁর বছর বারোর নাবালিকা মেয়েকে রাজু যৌন হেনস্তা করে বলে অভিযোগ। তা নিয়ে নির্যাতিতা নাবালিকা জানিয়েছে, “একদিন মা বাড়িতে ছিল না। আমি কলে জল ভরছিলাম। তখন বাড়ির মালিক রাজু পেয়াদা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। ফেসবুকেও আমাকে মেসেজ করে কুপ্রস্তাব দিয়েছে। হুমকিও দিয়েছে। এনিয়ে ওদের বললে আমাদের ঘর ছেড়ে দিতে বলে।”
এই ঘটনার পর পরিবার তৃণমূল নেতার বাড়ি ছেড়ে রহড়া থানার অন্তর্গত খড়দহের বন্দিপুর মোড়লপাড়ার একটি বাড়িতে ভাড়া চলে যায়। তারপরও শনিবার সেই ভাড়াবাড়িতে চড়াও হয় নাবালিকার মাকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলার বক্তব্য, “ঘর ছেড়ে দেওয়ার পরেও রাজু পেয়াদা লোকজন নিয়ে এসে আমাদের মারধর করে। পোশাক ছিঁড়ে দিয়েছে। বলছে, আমি নাকি ওর নামে বদনাম করেছি। এতদিন চুপ থাকলেও এই ঘটনা ঘটনায় বাধ্য হয়ে থানায় জানালাম।” তৃণমূল নেতার বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ ওঠায় সরব এলাকার বিরোধীরা। যদিও এনিয়ে অভিযুক্তর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকারকে ফোনে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই বলেন, “এনিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.