প্রতীকী ছবি।
বাবুল হক, মালদহ: সাতসকালে বোমাবাজি। খুন কংগ্রেস নেতা। রবিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক এলাকা। অভিযোগের তির তৃণমূল নেতা ও তাঁর দলবলের দিকে। উল্লেখ্য়, ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছিল এক তৃণমূল কর্মীর। বদলা নিতেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ সৈফুদ্দিন। কংগ্রেসের কর্মী ছিলেন। মানিকচকের বালুটোলার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি চায়ের দোকানের সামনে কয়েকজন দুষ্কৃতী তাঁকে বোমা মেরে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগের তীর নাসির শেখের দলবলের বিরুদ্ধে।
প্রসঙ্গত, এক বছর ধরে ওই এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। গত পঞ্চায়েত নির্বাচনের দিন খুন হন তৃণমূল কর্মী। মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বালুটোলা গ্রামের আশিনতলায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছিল তাঁর। মৃত ওই তৃণমূল কর্মী শেখ মালেক ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি শেখ নাসিরের কাকা। এদিনে সেই খুনের বদলা নিতেই ফের রক্ত ঝরল বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিযুক্তদের খোঁজে তদন্ত পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.