শাহাজাদ হোসেন, ফরাক্কা: জেলে বসেই খবর পেয়েছিলেন জয়ের। এবার জামিন পেয়ে এলাকায় ফিরলেন সামশেরগঞ্জ ব্লকের ৪ নম্বর জেলাপরিষদের কংগ্রেস সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব। ফুল দিয়ে তাঁকে স্বাগত জানালেন দলের কর্মীরা।
নির্বাচনের দিন অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লবকে। আটদিন হাজতবাসের থাকার পর তিনি জামিন পেলেন। এদিন জঙ্গিপুর সংশোধনগারের বাইরে কয়েকশো কংগ্রেস কর্মী ফুলের মালা পরিয়ে আনারুল হক বিপ্লবকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা পারভেজ আলম পুতুল ও তিনপাকুড়িয়া পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য মহরম শেখ।
ছাড়া পেয়ে কংগ্রেসের জেলাপরিষদের নির্বাচিত সদস্য আনারুল হক বিপ্লব বলেন, ” নির্বাচনের দিন পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস আমাকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করায়। যাতে আমাকে হারাতে পারে। ৪ নম্বর জেলাপরিষদের বুথ গুলি দখল করে আমাকে হারাতে পারে। সেটাই করেছে তৃণমূল। তিনটি বুথ দখল করে ছাপ্পা ভোট করেছে। তাও মানুষের আর্শীবাদ নিয়ে আমি ৪ জেলাপরিষদ আসন থেকে তৃতীয় বারের জন্য জয়ী হয়েছি। আমি আনার এলাকার মানুষকে ধন্যবাদ জানাব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.