Advertisement
Advertisement

আপ গৌড় এক্সপ্রেসে সর্বস্ব চুরি দুই কংগ্রেস বিধায়কের

এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Congress MLAs robbed in Sealdah-Malda Gour  Express
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 11:50 am
  • Updated:January 6, 2017 11:50 am   

স্টাফ রিপোর্টার, মালদহ: শিয়ালদহ থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেসে চুরি। তাও আবার রাজ্যের দুই কংগ্রেস বিধায়কের। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চোরদের দাপটে সর্বস্ব চুরি গেল রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও চাঁচোলের বিধায়ক আসিফ মেহবুবের। শীততাপ-নিয়ন্ত্রিত কামরায় সফর করছিলেন এই দুই বিধায়ক। ঘটনার পরই মালদা জিআরপিতে অভিযোগ জানান দুই বিধায়ক। এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Advertisement

একদিকে যখন গৌড় এক্সপ্রেসে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চুরির ঘটনা ঘটেছে ঠিক একই দিনে একই ট্রেনে এস ৯ কামরায় মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জিআরপির বিরুদ্ধে। ওই কামরার যাত্রী পম্পা দত্ত অভিযোগ করেন, তাঁরা একই পরিবারের ৪৪ জন গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদায় ফিরছিলেন। বৈধ টিকিট থাকা স্বত্বেও কর্তব্যরত টিটি তাঁদের কাছ থেকে টাকা দাবি করেন। তা দিতে অস্বীকার করায় টিটির সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। ট্রেন নৈহাটি পৌঁছলে টিটি বেশকিছু রেল পুলিশকে ডেকে আনেন। ওই পুলিশ এসে তাঁদের পরিবারের সদস্যদের মারধর এবং মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। শুক্রবার সকালে ট্রেন মালদা এসে পৌঁছলে মালদা জিআরপিতে অভিযোগ দায়ের করেন তাঁরা। এদিন জিআরপি অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস