সঞ্জিত ঘোষ, নদিয়া: ৩ মাসে আগে বিয়ে হয়েছিল। স্ত্রী অন্তঃসত্ত্বা। জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতেও গিয়েছিলেন। তারপর কর্মস্থলে যোগ দিয়েই নিজের মাথায় গুলি চালিয়েআত্মহত্যার চেষ্টা করলেন কনস্টেবল। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কেন আত্মহত্যার চেষ্টা তা নিয়ে ধোঁয়াশা। ঘনাচ্ছে রহস্য।
কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ। বয়স ২৮ বছর। তিনবছর আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার স্যাপ ২ ব্যাটেলিয়ানের কনস্টেবল হিসাবে কর্মরত। জামাইষষ্ঠী থেকে ফিরে কর্মস্থলে যোগ দেন। গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় প্রাথমিকভাবে তাঁকে প্রথমে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পরে অবস্থার অবনতি হলে বিভাসকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে।
তিন মাস আগে বিভাসের বিয়ে হয় পূর্বপরিচিত মৌসুমী ঘোষের সঙ্গে। শনিবার সকালে জামাইষষ্ঠী উপলক্ষ্যে বাড়ি এসেছিলেন। তারপর কর্মক্ষেত্রে ফিরে যান বিভাস। স্ত্রীর সঙ্গে কথাও হয়। তারপরই আত্মহত্যার চেষ্টার খবর। কেন তিনি এই রকম কাণ্ড ঘটালেই তা নিয়ে অন্ধকারে পরিবারও। সদস্যদের দাবি, তাঁরা কখনও বুঝতে পারেননি বিভাস কোনও চাপে আছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.