Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

কোচবিহারে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা?

তদন্ত শুরু করেছে পুলিশ।

Cooch Behar tmc worker allegedly killed by bjp goons

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2025 10:40 pm
  • Updated:July 27, 2025 10:40 pm   

বিক্রম রায়, কোচবিহার: বাংলায় ফের তৃণমূল কর্মী খুন! কোচবিহারের পানিশালার হাওড়াহাট এলাকায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ মালাকার। তিনি তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। তাঁর জমিতে ধান কাটার কাজ পেয়েছিলেন এক বিজেপি কর্মী। মোট ৬ হাজার টাকার বিনিময়ে কাজের কথা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই নাকি টাকা চায় ওই বিজেপি কর্মী। এদিকে সুবোধ জানান, কাজ না শেষ হলে টাকা হবে না। এতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, এরপরই সুবোধকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়।

বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু নিছক জমি বিবাদেই খুন নাকি নেপথ্যে রাজনৈতিক টানাপোড়েন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। যদিও অভিযুক্তের বিজেপি যোগ মানতে নারাজ পদ্মশিবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ