ওয়ার্ড অফিসে সালিশি সভা। নিজস্ব চিত্র
অর্ণব দাস, বারাকপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারপর বিয়ে করতে না চাওয়ায় সালিশি সভা বসেছিল ওয়ার্ড অফিসে। আর সেখানেই কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে উত্তেজনা ছড়িয়েছে।
পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এক যুবতীর সঙ্গে বিয়ের কথা হয়েছিল এক যুবকের। তারপর দু’বার দেখাও করেছিলেন। মেয়েটির অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন ওই যুবক। এই অভিযোগের মীমাংসা করতে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক, তাঁর দিদি ও মাকে মারধর করার পাশাপাশি হেনস্তা করার অভিযোগ ওঠে কাউন্সিলর হিমাংশু দেব ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যুবকের দিদির জামাকাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
নির্যাতিত পরিবারের অভিযোগ, মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ের কথা হয়েছিল। কিন্তু মেয়েটির এক আত্মীয় ফোন করে জানান, যুবতীর স্বভাব চরিত্র ভালো নয়। বাজারে অনেক দেনা আছে। তারপরই বিয়ে ভেঙে দেয় ছেলের পরিবার। এরপরই মেয়েটি ‘মিথ্যা’ অভিযোগ আনে বলে দাবি তাদের। সেই অভিযোগের মীমাংসা করতে ওয়ার্ড অফিসে সালিশি সভা বসেছিল। সেখানেই কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে যুবক ও তাঁর দিদিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক ও তার দিদি। মারধরের ঘটনা অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পালটা অভিযোগ করেন কাউন্সিলর হিমাংশু দেব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.