Advertisement
Advertisement
Couple dead

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, ঘুমের মধ্যেই বৃদ্ধ মৃত্যু দম্পতির

মনে করা হচ্ছে, বৃষ্টির জলে মাটির আলগা হয়েই বিপত্তি।

Couple dead as house wall collapsed in Kulpi

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের দেওয়াল। ছবি: বিশ্বজিৎ নস্কর

Published by: Paramita Paul
  • Posted:June 26, 2025 9:51 am
  • Updated:June 26, 2025 12:34 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মর্মান্তিক! বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দম্পতির। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুরে। মনে করা হচ্ছে, বৃষ্টির জলে মাটির আলগা হয়েই বিপত্তি।

গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে ৭৫ বছর বয়সি শিবপ্রসাদ মণ্ডল ও তাঁর স্ত্রী ৬৫ বছর বয়সি রেণুকা মণ্ডল ঘরে ঘুমোচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য। তাঁরা দেখেন, শিবপ্রসাদের ঘরের দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। মাটির দেওয়াল ছিল। সেই ধ্বংসস্তূপ  সরিয়ে তাঁরা দেখেন চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শিবপ্রসাদের বাড়ির দেওয়াল মাটি দিয়ে তৈরি ছিল। অনেক পুরনো বাড়ি। বৃষ্টির জলে মাটি আলগা হয়ে গিয়েই বিপত্তি। দেওয়াল ধসে যায়। ভেঙে পড়ে ঘুমন্ত ওই দম্পতির উপর। তাঁদের অনুমান, গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রতিবেশীরা কেউই টের পাননি তাঁরা। এদিন সকালেই ঘটনার কথা জানাজানি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement