Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

পরকীয়ায় সহমরণ! একই গাছে ঝুলছে পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও টোটোচালকের দেহ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Couple's bodies recovered in Cooch Behar

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:May 25, 2025 5:54 pm
  • Updated:May 25, 2025 5:54 pm  

বিক্রম রায়, কোচবিহার: গ্রামেরই অদূরে একটি গাছের ডালে একই শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার হল। তাঁরা দু’জনেই বিবাহিত বলে জানা গিয়েছে। রবিবার সকালে কোচবিহারের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি এই ঘটনা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃত দুজনের নাম আরতি বর্মন ও খোকন বর্মন।

Advertisement

কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ির ঘনারবাড়ি গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা বছর ২৬-এর আরতি মণ্ডল। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক নিরোধ বর্মন ভিনরাজ্যে থাকেন। তাঁদের সন্তানও রয়েছে বলে খবর। পাশের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি এলাকার বাসিন্দা খোকন মণ্ডল। তাঁরও স্ত্রী, সন্তান আছে বলে জানা গিয়েছে। পেশায় টোটোচালক খোকনের সঙ্গে আলাপ হয়েছিল আরতির। পরবর্তীকালে ওই মেলামেশা ভালোবাসায় গড়ায় বলে জানা গিয়েছে। বিবাহ বহির্ভূত ওই সম্পর্ক পরবর্তীকালে জানাজানি হয়ে গিয়েছিল বলে খবর।

এদিন সকালে গ্রামেরই অদূরে একটি গাছে তাঁদের গলায় ফাঁস লাগানো মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। দেখা যায়, একটি গাছের ডালে একই শাড়ির ফাঁসে দু’জনের দেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নয়ারহাট ক্যাম্পের পুলিশ। দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। ওই টোটোচালকের বাড়িতে খবর পাঠানো হয়। মৃতার স্বামীকেও ঘটনার কথা জানানো হয়। পরকীয়ার জেরেই কি এই ঘটনা? সেই প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement