Advertisement
Advertisement
Konnagar

সমবায় নির্বাচন ঘিরে সিপিএম-তৃণমূল হাতাহাতি, কোন্নগরে তুলকালাম

বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়।

CPM and TMC clashes with each other in Konnagar
Published by: Sayani Sen
  • Posted:June 15, 2025 5:01 pm
  • Updated:June 15, 2025 5:14 pm  

সুমন করাতি, হুগলি: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে হুগলির কোন্নগরে তুলকালাম। সিপিএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি। সিপিএমের দাবি, বুথে বুথে ভোট লুট করা হয়েছে। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল। পালটা রাজ্যের শাসক শিবিরের দাবি, তাঁদের দলীয় কর্মী-সমর্থকদের মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয়। তার জেরে দু’পক্ষের মধ্যে অশান্তি। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেডের নির্বাচন ছিল রবিবার। বেলা বারোটায় শুরু হয় ভোটাভুটি। ৫৬টি আসনের জন্য ১৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করেন। সিপিএমের অভিযোগ, বুথে বুথে ভোট লুট করা হয়েছে। ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার কোথাও কোথাও জোর করে ছাপ্পা মারা হচ্ছে বলেও অভিযোগ। তার প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করেন বাম সমর্থকরা।

আবার তৃণমূলের দাবি, পথ অবরোধের সময় বিনা অপরাধে তৃণমূলের বেশ কয়েকজনকে মারধর করা হয়। এমনকী জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আর তার প্রতিবাদ করেন তৃণমূল সমর্থকরা। দু’পক্ষের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির রূপ নেয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। তবে এই অশান্তির জেরে ভোটপ্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। সিপিএম নাকি তৃণমূল, কারা জয়ের হাসি হাসে সেটাই এখন দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement