Advertisement
Advertisement
CPM

মঞ্চ নেই, ‘রানার’ নিয়ে পথে কমরেড ঋতুপর্ণা

প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।

CPM member performance on Ranar song gets attention
Published by: Kousik Sinha
  • Posted:October 2, 2025 6:40 pm
  • Updated:October 2, 2025 6:40 pm   

অর্ণব দাস: সিপিএমের বুকস্টলে ব্যতিক্রমী ছবি। দলের প্রতি ডেডিকেশন, তরুণ প্রজন্মের কর্মীর। কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে সিপিএমের বুকস্টল উদ্বোধনে ঋতুপর্ণা বিশ্বাসের ‘রানার’ গানের সঙ্গে নৃত্যর ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। নিজের পার্টিতো বটেই, সিপিএমের যুবনেত্রী প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষেরও। সিপিএমের এই তরুণীর নৃত্য পরিবেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরম্যান্স খুব ভালো লাগল। যে কোনও দল যখন কঠিন সময়ে থাকে, তখন মেদ ঝরা উপস্থিতির এই তারুণ্যের ঝলক স্বাস্থ্যকর।’

Advertisement

বিধানসভা ও লোকসভায় শূন্যে থাকা সিপিএমের বুকস্টলে এই তারুণ্যের ঝলক রীতিমতো প্রশংসনীয়। বর্তমানে কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হওয়া সিপিএমের জমানার বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ শানানো কুণাল ঘোষের মুখে এই তরুণী কমরেডের প্রশংসা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এমএসসি নিয়ে পড়ছেন ঋতুপর্ণা। সঙ্গে ছোটবেলা থেকেই তাঁর নাচের প্রতি ভালোবাসা। তাই পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই কথক নৃত্যে চতুর্থ বর্ষ পর্যন্ত শিখেছেন।

তাঁর এই গুণ এলাকার সিপিএম নেতৃত্বদের অজানা নয়। এবছর পঞ্চমীতে কাঁচরাপাড়া সিপিএমের এড়িয়া কমিটির তরফে সুকান্ত ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানিয়ে বুকস্টল উদ্বোধন হয়। উদ্বোধন সংগীতে নয়, একক নৃত্য পরিবেশনের মাধ্যমে করা হবে বলেই ঠিক করেন এরিয়া কমিটির নেতৃত্ব। এর দায়িত্ব দেওয়া হয় পার্টি সদস্য তথা ডিওয়াইএফআই নেত্রী ঋতুপর্ণাকে। যেহেতু রানার গানের গীতিকার সুকান্ত ভট্টাচার্য এবং সুরকার সলিল চৌধুরী, তাই দুজনকেই একসঙ্গে শ্রদ্ধা জানানো যাবে বলে অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এই গান বেছে নেওয়া হয়।

সেই মতো শনিবার সন্ধ্যায় মার্কসীয় বুকস্টল উদ্বোধনে রাজয়, খালি পায়ে রানার গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা। বুকস্টল ছিল কার্যত ফাঁকা। দেখা যায়, স্টলে বসা কমরেডরাও অন্যমনস্ক। তাও ‘রানার’ ঋতুপর্ণা নৃত্য পরিবেশন করে চলেছেন নিজের ছন্দে। ভাষণের বদলে এহেন ব্যতিক্রমী উদ্বোধনের ভিডিও সমাজমাধ্যমে তড়িৎ গতিতে শেয়ার হতে শুরু করে। প্রশংসাও কুড়োয়। সেই পক্ককেশীদের ভিড় আর ঝিমিয়ে থাকা সিপিএমের বুকস্টল কিছুক্ষণের জন্য হলেও আমজনতার নজর কেড়ে নিয়েছে ঋতুপর্ণার এই পারফরম্যান্সের জন্য।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সেই ভিডিও নিজের ফেসবুক থেকে শেয়ার করে প্রশংসার পাশাপাশি আরও লিখেছেন, ‘সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপি বিরোধী ভোট নষ্ট করা। একটি ভোটও দেবেন না ওদের। কিন্তু নতুনরা এইধরনের পারফরম করলে ভালো লাগে। একজন রাজনীতিমনস্ক তরুণী। মঞ্চ নয়, রাস্তাতেই সাধনা উজাড় করে দিচ্ছে। আমার দলের নতুন প্রজন্মেও অনেকে আছে, তবু এধরনের ডেডিকেশন আরও বাড়ানো দরকার।’

অন্যদিকে, এনিয়ে সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত বলেন, “ওঁর (কুণাল ঘোষ) পোস্ট দেখেছি। সেই পোস্টে উনি তির্যক মন্তব্যও করেছেন। আমার তাতে তীব্র আপত্তি আছে।” তবে, শাসক দলের নেতার প্রশংসা পেয়ে খুশি ঋতুপর্ণা। তাঁর মন্তব্য, “কুণাল ঘোষ শিল্পের প্রশংসা করেছেন, এরজন্য ওঁকে ধন্যবাদ। তবে রাজনীতির জায়গায় বিরোধিতা ছিল, আগামী দিনেও থাকবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ