প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতী দলের মধ্যে লড়াই। সাঁতরাগাছি এলাকায় চলল গুলি। ঘটনায় জখম এক দুষ্কৃতী। জখম ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাওড়ার সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় বহু বাসিন্দার বাস। রাস্তাঘাটেও লোকজনের ভিড় থাকে। আজ, রবিবার দুপুরে ওই এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলা হয় বলে খবর। জানা গিয়েছে, সুরজিৎ দাস ও বাপন বেরার দুই দুষ্কৃতী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকা দখল ঘিরে বিবাদ চলছে। বিভিন্ন সময় একে অপরের উপর হামলাও চালিয়েছে বলে অভিযোগ। এদিন দুপুরে সুরজিৎ দাস দলবল নিয়ে ওই এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঝিল লাগোয়া এলাকাতেই ছিল বাপন বেরা। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
বাপনের পায়ে গুলি লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যরা দ্রুত এলাকা ছাড়ে। খবর পেয়ে সাঁতরাগাছি থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছন। ওই যুবককে উদ্ধার করে কলকাতার এসএমকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে চিকিৎসাধীন। সুরজিৎ গুলি চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সুরজিৎ ও তার সঙ্গীরা গা ঢাকা দিয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। কাছেই সাঁতরাগাছি স্টেশন থাকায় বহু যাত্রী ওই এলাকা দিয়ে যাতায়াত করেন। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এমন আশঙ্কাও করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.