Advertisement
Advertisement
Khargapu

আইআইটি রিসার্চ পার্কের দুর্গোৎসবে সাংস্কৃতিক মহোৎসব, নৃত্য পরিচালনায় শিল্পী বারুরী

৫০ জন শিল্পীর অংশগ্রহণে সমৃদ্ধ হয় সাংস্কৃতিক আসর।

Cultural festival at khargapur IIT Research Park's Durga Puja
Published by: Kishore Ghosh
  • Posted:September 28, 2025 9:11 pm
  • Updated:September 28, 2025 9:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসিদ্ধ ভারতনাট্যম শিল্পী শিল্পী বারুরী সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে যোগ দিয়েছেন খড়গপুর আইআইটি রিসার্চ পার্কের দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক মহোৎসবে। এবারের অনুষ্ঠানে তিনি সাংস্কৃতিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চে ওঠার আগে কলাকুশলীদের নৃত্যের ভঙ্গি, অভিব্যক্তি থেকে শুরু করে শেষ মুহূর্তের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছেন শিল্পী।

Advertisement

বিশেষ করে দুর্গা ও অসুরের যুদ্ধভঙ্গির কোরিওগ্রাফিতে তাঁর নির্দেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। পাঁচ দিনের এই নৃত্যোৎসবের পুরো থিম ও কোরিওগ্রাফি রচিত হয়েছে শিল্পী বারুরীর হাতেই। এদিন সন্ধ্যার মূল আকর্ষণ ছিল ‘শক্তি নৃত্যনাট্য’, যার পরিচালনার দায়িত্ব ছিল শিল্পী বারুরীর উপরে। চারটি ভিন্ন নৃত্যশৈলীর সমন্বয়ে সাজানো এই পরিবেশনায় অংশ নেন ১৬ জন শিল্পী। পাশাপাশি অল্পবয়সি ছাত্রছাত্রীরা উপস্থাপন করেন শিব-দুর্গা বন্দনা, ধামসা-মাদল সহযোগে সাঁওতালি নৃত্য, যোগাসন এবং ওডিশি নৃত্যের অনন্য মেলবন্ধন।

সব মিলিয়ে প্রায় ৫০ জন শিল্পীর অংশগ্রহণে সমৃদ্ধ হয় এই সাংস্কৃতিক আসর। প্রতিটি পরিবেশনার নৃত্যশিক্ষা ও পরিচালনায় ছিলেন শিল্পী বারুরী নিজেই। অনুষ্ঠানের শেষ পর্বে সরদ পরিবেশন করেন পণ্ডিত দেবজ্যোতি বোস। যা গোটা সন্ধ্যাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ