Advertisement
Advertisement

Breaking News

Bardhaman

বর্ধমানে কারখানার ফার্নেসে বিস্ফোরণে মৃত্যু, জখম বহু শ্রমিক

আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

Death in factory explosion in Bardhaman

এই সেই কারখানা।

Published by: Suhrid Das
  • Posted:June 9, 2025 7:04 pm
  • Updated:June 9, 2025 8:01 pm  

অর্ক দে, বর্ধমান: ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের পালিতপুরের লোহার রড তৈরির কারখানায়। ফার্নেস বিস্ফোরণে ফেটে ভেঙে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় আরও ১১ জন শ্রমিক জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, বর্ধমানের পালিতপুরের ওই কারখানায় প্রতিদিন শিফটে কাজ হয়। অন্যান্য দিনের মতো আজ, সোমবারও কাজ চলছিল। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। একটি ফার্নেস বিস্ফোরণে ফেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। লোহার রড তৈরির কাঁচামাল একটি লরি থেকে নামানো হচ্ছিল। কাছেই উপস্থিত ছিলেন ওই গাড়ির চালক। ফার্নেসটির একটি অংশ তাঁর উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও আরও বহু শ্রমিক জখম হয়েছেন বলে খবর।

ঘটনার পরই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ১১ জন শ্রমিককে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই কারখানা চত্বরে যান পুলিশ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল? কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার দিকটি কতটা মেনে চলত? ফার্নেস-সহ অন্যান্য যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ কতটা হত? সেসব প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ওই কারখানায় চারশোর উপর শ্রমিক কাজ করেন বলে খবর। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বলে খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement