প্রতীকী ছবি
অরিজিত গুপ্ত, হাওড়া: বিধ্বংসী আগুন হাওড়ার চামড়াইলের ঢালাই কারাখানায়। আজ, বুধবার দুপুরে এই আগুন লাগে। নিমেষে ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।
হাওড়ার চামড়াইল এলাকায় একাধিক কারখানা আছে। জাতীয় সড়কের ধারে ওই এলাকাতেই একটি ঢালাই কারখানায় এদিন দুপুরে আগুন লাগে। জানা গিয়েছে, এদিন দুপুরে কারখানায় কাজ চলছিল। তখনই কারখানার একটি অংশে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষে চাঞ্চল্য ছড়ায় শ্রমিক ও কর্মীদের মধ্যে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ওই আগুন বিধ্বংসী আকার নেয়। জানা গিয়েছে, কারখানার একটি অংশে কর্মীদের থাকার জায়গা আছে। সেখানেই প্রথমে ওই আগুন দেখা যায়। দ্রুত শ্রমিক, কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়।
খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের জেরে কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশের আকাশ ও এলাকা। আগুন যাতে আর না ছড়াতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়। প্রায় আধঘণ্টার চেষ্টায় ওই আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। কোথাও কোনও পকেট ফায়ার রয়েছে কিনা, খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু কী থেকে ওই আগুন লাগল? শটসার্কিস নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে পুলিশ ও দমকলসূত্রে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.