সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: অপারেশন সিঁদুরে (Operation Sindoor) সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) এলাকার বাসিন্দা এক মহিলা। অভিযোগ, সেই পোস্টের জন্য ধেয়ে এসেছিল হুমকি। হেনস্থার শিকার ওই মহিলা ডায়মন্ড হারবার জেলা পুলিশের দ্বারস্থ হন। পাশের রাজ্য ওড়িশা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে জানান, হেনস্থার শিকার হওয়া মহিলা অভিযোগ দায়েরের পরেই তদন্তে নামে পুলিশ। ফলতা থানার পুলিশ ও সাইবার ক্রাইম দমন শাখার সহযোগিতায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। যোগাযোগ করা হয় ফেসবুক সংস্থার সঙ্গেও। তদন্তে পুলিশ জানতে পারে, যে অ্যাকাউন্ট থেকে ওই মহিলাকে হুমকি দেওয়া ও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছিল সেটি আদপে ভুয়ো। এরপরই আরও সক্রিয় হয়ে ওঠে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হয়। অভিযুক্তের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। কিন্তু অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। শেষপর্যন্ত ওড়িশা রাজ্যে তার খোঁজ পাওয়া যায়। কটক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে।
ট্রানজিট রিমান্ডে নিয়ে অভিযুক্তকে সেখান থেকে বাংলায় নিয়ে আসা হয়। ধৃতকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করা হয় পুলিশের পক্ষ থেকে। অতিরিক্ত পুলিশ সুপার সতর্ক করে দেন, দেশবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সমাজমাধ্যমে রাষ্ট্রদ্রোহিতামূলক পোষ্টের উপর সবসময় নজর রাখছে পুলিশ। এদিকে হেনস্থার শিকার হওয়া মহিলা জেলা পুলিশের ভূমিকায় কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, “অভিযোগ জানানোর পর থেকেই পুলিশ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি খুশি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.