Advertisement
Advertisement
Digha Jagannath Temple

‘মন্দির নয়, বিনোদন পার্ক’, দিঘার জগন্নাথধাম নিয়ে অপমান সুকান্তর! কড়া জবাব দিল তৃণমূল

সর্বভারতীয় চ্যানেলে বিজেপি রাজ্য সভাপতির দেওয়া টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করেছে তৃণমূল।

Digha Jagannath Temple: AITC strongly criticises Sukanta Majumdar for derogatory comment on temple describing as 'amusement park'
Published by: Sucheta Sengupta
  • Posted:June 23, 2025 4:52 pm
  • Updated:June 23, 2025 4:56 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে সংবাদমাধ্যমে অপমানজনক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ”মন্দির তো নয়, ওটা বিনোদন পার্ক হয়ে গিয়েছে।” তাঁর সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছে শাসকদল তৃণমূল। এক্স হ্যান্ডলে সুকান্তর সেই টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূলের কটাক্ষ, ”রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দু’বার ভাবেন না হিন্দুধর্মের এই ভণ্ড ধ্বজাধারী, বিজেপির মাতব্বর নেতা।”

গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের। তারপর থেকেই সেখানে ভক্তদের সমাগম লেগে রয়েছে। উদ্বোধনের দিনই সেখান সস্ত্রীক গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিজেপির আর কাউকে সেখানে যেতে দেখা যায়নি। পরিসংখ্যান বলছে, একমাসের মধ্যে ভক্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। সামনে রথযাত্রা উৎসব। প্রথমবার দিঘায় রথে দারুণ আয়োজন করা হয়েছে। রথের দিন দিঘামুখী হতে চলেছেন অনেকেই। বিপুল ভিড় হবে বলে এখন থেকেই সতর্ক প্রশাসন। তার মাঝেই দিঘার জগন্নাথ মন্দির ‘বিনোদন পার্ক’-এর সঙ্গে তুলনা তথাকথিত হিন্দুত্ববাদী বিজেপি নেতার এহেন মন্তব্য কাম্য নয় বলেই মত শাসকদলের।

সুকান্তর টেলিফোনিক প্রতিক্রিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের তীব্র কটাক্ষ, ”বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথাটা একবার শুনুন, ‘দিঘার জগন্নাথধাম নাকি মন্দির নয়, বিনোদন পার্ক!’ রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দু’বার ভাবেন না হিন্দুধর্মের এই ভণ্ড ধ্বজাধারী, বিজেপির মাতব্বর নেতা। দিঘার জগন্নাথধাম এক পবিত্র ভূমি, ভক্তদের উৎসাহ আর ভিড় চোখে পড়ে না বিজেপির! জগন্নাথ-ভক্তদের অপমানের জবাব শীঘ্রই পাবেন সুকান্তবাবু!” তৃণমূলের অভিযোগ, বিজেপি গোড়া থেকেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে। রাজ্য সভাপতির এহেন মন্তব্য তারই বহিঃপ্রকাশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement