Advertisement
Advertisement
Dilip Ghosh

আচমকা শুভেন্দুর পাড়ায় দিলীপ ঘোষ, তৃণমূল নেতার সঙ্গে জমল খাস আড্ডা

সফরের নেপথ্যে নেহাতই সৌজন্য না কি রাজনীতির ঘর গোছানোর ছক, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Dilip Ghosh meets TMC leader in Suvendu Adhikari's Area

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্রের সঙ্গে আড্ডায় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:June 28, 2025 7:29 pm
  • Updated:June 28, 2025 7:29 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আচমকা শুভেন্দুর পাড়ায় হাজির দিলীপ ঘোষ! আড্ডা দিলেন তৃণমূল নেতার সঙ্গে। স্বাভাবিকভাবেই শনিবারের এই ঘটনায় জেলা রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। এই সফরের নেপথ্যে নেহাতই সৌজন্য না কি রাজনীতির ঘর গোছানোর ছক, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিন দিঘা যাওয়ার পথে আচমকা রামনগর ২ ব্লকের ডেমুরিয়ায় সাড়ে তিনশো বছরের পুরনো রথের মেলায় হাজির হয়েছিলেন দিলীপ। বিজেপি নেতার গাড়ি থামতেই ভিড় জমিয়ে দেন এলাকার মানুষ। কোনও প্রচার নেই! আসার কোনও সংবাদ নেই! হঠাৎ দিলীপ ঘোষ! তাঁকে ছুটে আসেন দাপুটে তৃণমূল নেতা তমালতরু দাস মহাপাত্র। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। তৃণমূলের নেতা-সহ মেলা কমিটির সঙ্গে জমিয়ে আড্ডা দেন। তারপর পাতপেড়ে মহাপ্রভুর প্রসাদ খান। সর্বোপরি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় সস্ত্রীক মন্দিরে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। তারপরেই গেরুয়া শিবিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছিল।

এদিন মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়া এলাকা ঘুরে দেখন বিজেপি নেতা। মন্দির দর্শন করেন। মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। দিলীপ ঘোষ বলেন, “৩৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ডেমুরিয়া রথের মেলা। পাশাপাশি প্রাচীন জগন্নাথ দেবের মন্দির প্রত্যন্ত গ্রামের মধ্যে হওয়ায় মানুষ খুব একটা জানতে পারেন না।আমাদের মত লোক যদি আসে তাহলে প্রচার হবে। মানুষ যত জানবে ততই আসবেন। আগে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনেছিলাম, তাই এসে ঘুরে গেলাম।”

শুধুই কি মন্দির দেখা, না কি এর পিছনে ২০২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতির কোনও ইঙ্গিত রয়েছে, তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে চাইছেন না। নিতান্তই ওঁর ব্যক্তিগত ব্যাপার বলে দায় সারছেন। ডেমুরিয়া রথ মেলা কমিটির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র বলেন, “মহাপ্রভুর টানে আচমকাই বিজেপি নেতা দিলীপ ঘোষ মেলা প্রাঙ্গনে আসেন। আমরা কিছুটা অবাক হলেও সম্মান জানানোর কোনA ত্রুটি রাখিনি। মহাপ্রভুর প্রসাদ খাওয়ার আবেদন করেছিলাম, তিনি প্রসাদ খেয়েছেন। রাজনীতির বিষয়ে কোন আলোচনা হয়নি। মেলায় রাজনীতির কোন বিষয় নেই। সকল স্তরের মানুষ এখানে আমন্ত্রিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement