দুর্গাপুরে দিলীপ ঘোষ। ছবি: উদয়ন গুহ রায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া ‘ক্যাপ্টেন’ পেয়েছে বঙ্গ বিজেপি। ব্যাটন ওঠার সম্ভাবনা ছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাতেও। কিন্তু কোন ফমুর্লায় সেই অঙ্ক মিলল না? বিষয়টি নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্যের পূর্বসূরি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুর হাউস থেকে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। হাতে ছিল ডুগডুগি। বৃষ্টিবিঘ্নিত সকালে বারবারই বাধা পান। বৃষ্টির জন্য একটি মিষ্টির দোকানের পাশে চেয়ার পেতে বসে পড়েন দিলীপ। সেখানেই তাঁকে মিষ্টি খেতে দেখা যায়। ডায়াবেটিসের কারণে তিনি সাধারণত মিষ্টি খান না। সেখানে বসেই নয়া সভাপতিকে নিয়ে কথা বলেন দিলীপ।
তাঁর কথায়, “আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে।” সূত্রের দাবি, রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নাম ছিল দিলীপেরও। কোন অঙ্কে সেই দৌড় থেকে ছিটকে গেলেন?
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলীপ (Dilip Ghosh) বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড়াই। কিন্তু কোনও দৌড়ে থাকি না। জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছি। দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। এটাই আমার কাজ।” সবমিলিয়ে দলের সিদ্ধান্তে যে তিনি হতাশ, তা দিলীপের চোখেমুখে স্পষ্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.