সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রামে শ্বশুরবাড়িতে দিলীপজায়া রিঙ্কু মজুমদার। ইলিশ-এঁচোড়-নিমবেগুন দিয়ে সারলেন মধ্যাহ্নভোজ। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে। জানালেন, আগামিকাল নিজের হাতে রেঁধে শ্বশুরবাড়ির সদস্যদের খাওয়াবেন তিনি।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। তারপর থেকেও বিভিন্নকাজে ব্যস্ত ছিলেন। সোমবার দুপুরে স্ত্রী ও মাকে নিয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাড়িতে যান দিলীপ। সেখানেই নিমবেগুন, ইলিশ, এঁচোড়, চাটনিতে মধ্যাহ্নভোজ সারেন দম্পতি। এরপর স্ত্রীকে রেখে খড়গপুর রওনা দেন দিলীপ। কারণ, তাঁর সঙ্গে থাকে নিরাপত্তা, তা নিয়ে বাড়িতে থাকা সমস্যার। এদিকে সন্ধ্য়ায় পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডায় মাতেন রিঙ্কু। বাড়ির উঠোনে বসে রীতিমতো গল্প করেন তিনি।
এর আগে কোনওদিন ঝাড়গ্রাম যাননি রিঙ্কু। ফলে জঙ্গলমহল সম্পর্কে তার একটা ধারণা ছিল। যা আতঙ্কেরই বলা যায়। কিন্তু এদিন রিঙ্কুদেবী জানালেন, ঝাড়গ্রাম গিয়ে তাঁর সেই ধারণা বদলেছে। শান্ত প্রকৃতি তাঁর মন কেড়েছে। গল্পের ফাঁকেই রিঙ্কু জানিয়েছেন, আগামিকাল এঁচোড়-চিংড়ি রান্না করে সকলকে খাওয়াবেন তিনি। শোনা যাচ্ছে, মঙ্গলের দুপুরে বাইকে স্ত্রীকে নিয়ে এলাকা ঘুরে দেখাবেন দিলীপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.