ধৃতদের এদিন তোলা হয় আদালতে। নিজস্ব চিত্র
শাহজাদ হোসেন, ফরাক্কা: রাতের অন্ধকারে বিপুল পরিমাণ হেরোইন পাচারের চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায়। সেখানেই উদ্ধার হল দেড় কেজি হেরোইন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাহেবনগর এলাকায়। এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ গতকাল, মঙ্গলবার রাতে যৌথভাবে এই অভিযান চালিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর এসেছিল। এরপরই পুলিশ সাহেবনগরের গ্রামের একটি বাড়িতে হানা দেয়। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ওই বিপুল পরিমাণ মাদক। যার বাজারমূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার করা হয় দিল রহমান শেখ ওরফে রাহুল ও জালালুদ্দিন বড়ভুঁইয়া নামে দুই ব্যক্তিকে। রাহুলের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ইসলামপুর গ্রামে। জালালুদ্দিনের বাড়ি অসমের শীলচরে।
ওই মাদক অসম থেকে নিয়ে আসা হয়েছিল বলে খবর। সেই মাদক কি রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল? ধৃতরা কি ক্যারিয়ার হিসেবে এই পাচারের সঙ্গে যুক্ত? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। ধৃতদের প্রাথমিক জেরা হয়েছে বলে খবর। এই মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত? কোন চক্র এই কারবারের সঙ্গে জড়িয়ে? সেসব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজ, বুধবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়েছিল। ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই বমাল মাদক পাচারকারি গ্রেপ্তার হয়। তবে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, এক বড় সাফল্য। এমনই মনে করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.