Advertisement
Advertisement
West Bengal

পুজোর সময় ‘ড্রাই ডে’, রাজ্যে কতদিন বন্ধ থাকবে মদের দোকান?

গোটা দিন সুরাপ্রেমীরা মদ কেনার কোনও সুযোগ পাবেন না।

'Dry Day' during Puja, how long will liquor shops be closed in the state

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:September 27, 2025 8:12 pm
  • Updated:September 27, 2025 8:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেল হপিংও শুরু হয়ে গিয়েছে। পঞ্চমীতেই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য ঢল নেমেছে কলকাতা ও শহরতলিতে। পুজোর দিনের আমোদে সুরার চাহিদাও তুঙ্গে থাকে। বেশ কয়েক বছর ধরে পুজোর দিনগুলিতে মদের দোকান খোলা থাকে। রাজ্য সরকার এই সিদ্ধান্তই অতীতে নিয়েছিল। তবে এবার দুর্গাপুজোর একটি দিন বন্ধ থাকছে মদের দোকান। আক্ষরিক অর্থেই সেদিন ‘ড্রাই ডে’। কিন্তু কবে এবার বন্ধ থাকবে মদের দোকান?

Advertisement

আগামী কাল রবিবার ষষ্ঠী, দেবীর বোধন। তবে মহালয়ার থেকেই কার্যত রাজ্যে উৎসব শুরু হয়ে গিয়েছে। পুজোর দিনগুলিতে মানুষের ঢল নামবে এলাকায়। এমনই অনুমান করা হচ্ছে। পুজোর সময়ে সুরার বিক্রিও বাড়ে বলে খবর। কিন্তু এবার একদিন বন্ধ থাকবে মদের দোকান। কিন্তু কেন? ২ অক্টোবর গান্ধীজয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন। আবার ওই দিন বিজয়া দশমী। গান্ধীজয়ন্তীতে বরাবরই মদের দোকান বন্ধ থাকে। ফলে দশমীতে বন্ধ থাকবে মদের দোকান। রাজ্যের সব মদের দোকান ওই দিন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গোটা দিন সুরাপ্রেমীরা মদ কেনার কোনও সুযোগ পাবেন না।

অতীতে পুজোর সময় রাজ্যে দেড় দিন বন্ধ থাকত মদের দোকান। অষ্টমীতে গোটা দিন ও বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়ম বদলে যায়। পুজোর সময় রাজ্যে মদের দোকান খোলা থাকার কথা ঘোষণা করা হয়। রাজ্যে ড্রাই ডে-র সংখ্যাও কমিয়ে আনা হয়। আগে ইদ ও মহাবীর জয়ন্তীতেও মদের দোকান বন্ধ রাখা হত। কিন্তু এখন আর বন্ধ থাকে না। প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম ও গান্ধীজয়ন্তী- এই পাঁচদিন রাজ্যে বন্ধ থাকে মদের দোকান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ