Advertisement
Advertisement
Bardhaman

ঝড়ের দাপটে সেতু থেকে গাড়ি উলটে পড়ল দামোদরে, বাজ পড়ে মেমারিতে মৃত ১

সবমিলিয়ে স্বস্তির বৃষ্টিতেও একের পর এক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে।

Due Storm car fell down from bridge in Bardhaman
Published by: Paramita Paul
  • Posted:April 7, 2024 2:38 pm
  • Updated:April 7, 2024 2:38 pm   

সৌরভ মাজি, বর্ধমান: ক্ষণিকের ঝড়ে তছনছ বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। কোথাও বাড়ির চাল উড়ল। কোথাও অস্থায়ী সাঁকো থেকে দামোদরে পড়ল গাড়ি। কোথাও বাজ পড়ে মৃত্যু হল যুবকের। সবমিলিয়ে স্বস্তির বৃষ্টিতেও একের পর এক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে।

Advertisement

রবিবার সকাল থেকেই আকাশে কালো মেঘ। শুরু হয় ঝড়ও। সেই সময় জামালপুরে দামোদরের উপরের অস্থায়ী সাঁকো দিয়ে একটি গাড়ি অমরপুরের দিক থেকে আসছিল। দমকা হাওয়ায় উলটে দামোদরে পড়ে যায় গাড়িটি। যার জেরে জখম হয়েছেন দুজন। একজনের নাম পরিচয় জানা গিয়েছে। তপন দে। তিনি স্থানীয় তৃণমূল কর্মী। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা জামালপুরের ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকায় একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে ঝড়ে। জেলা প্রশাসনের তরফে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী পেত দেশ! কেন কুরসি অধরাই থেকে যায় প্রণবের?]

ঝড়বৃষ্টির সময় গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন পাল্লার ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা ভীম কর। বাজ পড়ে পথেই মৃত্যু হয় তাঁর। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান ছাড়াও হুগলি ও গাইঘাটাতেও দুজনের মৃত্যু হয়েছে। 

[আরও পড়ুুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ