দেব গোস্বামী, বোলপুর: বিদেশে বাঙালির পুজোয় স্বদেশী ভাবনা। বাংলার বাউল গানে এখন মুখরিত আমেরিকার নিউ জার্সি। পুজো উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর আমেরিকার নিউ জার্সিতে পৌঁছেছেন শান্তিনিকেতনের রাজু দাস বাউল ও তাঁর সহযোগীরা। তাঁরা নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে হাজির হচ্ছেন। বাউল সঙ্গীত পরিবেশন করছেন। আমেরিকায় ২০ দিনের সঙ্গীত সফর সেরে ফিরবেন বাংলায়।
আমেরিকায় দেবী দুর্গার আরাধনা। আর সেই মণ্ডপ থেকে সরাসরি অনুষ্ঠান করছেন বোলপুরের রাঙামাটির বাউলরা। গানের সহজ, সরল কথা আর সুরে মুগ্ধ হচ্ছেন মার্কিনিরা। এই মুহূর্তে ভারত ও আমেরিকার সম্পর্কের রসায়ন যাই হোক না কেন, বাউল গান কিন্তু সেসবে প্রভাব ফেলতে পারেনি। বাংলার এই প্রাচীন সঙ্গীতে মজেছেন আমেরিকানরাও। দুর্গোৎসবে এবছর ঢাক, কাঁসর, শঙ্খ আর উলুধ্বনির সঙ্গেই ক্যালিফোর্নিয়ার বে-এরিয়াতে, পূর্বাশা, আটলান্টায়, ক্যালিফোর্নিয়া, সৈকত, নিউ জার্সির মণ্ডপে ভাসছে বাউলের সুর। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।’ শুনে আমেরিকার অতিথিরাও মুগ্ধ হয়ে করতালি দিচ্ছেন।
দুর্গোৎসবের সময় বাউল গানের এই অনুুষ্ঠান খুবই উপভোগ করছেন মার্কিনিরা। ফোনে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে জর্জ এলেক্স ও জিমি বাইডেন বললেন, “বাঙালি সংস্কৃতির এক অনন্য উপহার। দুর্গোৎসব সেতুবন্ধন করেছে।” নিউ জার্সি থেকে বাউল শিল্পী রাজু দাসের প্রতিক্রিয়া, “শান্তিনিকেতনের মাটি ছেড়ে এত দূরে মার্কিন মুলুকেও বাউলের সুর সকলের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানের পরেও বিভিন্ন যন্ত্রাংশ, গানের সুর- কথা সম্পর্কে জানতে চাইছেন আমেরিকার শ্রোতারা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.