Advertisement
Advertisement
Durga Puja 2025

ফের নিম্নচাপের ভ্রুকুটি, পঞ্চমীর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান ভেস্তে দেবে ‘অসুর’ বৃষ্টি!

নবমী এবং দশমীতে প্রবল দুর্যোগের আশঙ্কা।

Durga Puja 2025: Met department predicts rain on Panchami
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 26, 2025 10:11 am
  • Updated:September 26, 2025 10:20 am   

নিরুফা খাতুন: পূর্বাভাস সত্যি করে চতুর্থীর রাতেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ছাতা মাথায় প্রতিমা দর্শন করেছেন অনেকে। সকলেরই আতঙ্ক একটাই, পুজোর বাকি দিনগুলো পণ্ড করবে না তো বৃষ্টি? কিন্তু সুখবর দিতে পারল না হাওয়া অফিস। জানা যাচ্ছে, পঞ্চমী অর্থাৎ আগামিকাল বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন চার জেলায়। নবমী এবং দশমীতে প্রবল দুর্যোগের আশঙ্কা।

Advertisement

জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে আকাশ মেঘলা থাকবে দিনভর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূলের জেলাতে। অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। যার ফলে নবমীর রাত থেকে বাড়তে পারে বৃষ্টি। আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

আগামিকাল উত্তরবঙ্গের  জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ মালদহ ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ