Advertisement
Advertisement
Abhishek Banerjee

রামনবমীর তিনমাস আগে রামমন্দির উদ্বোধন কেন মোদির? মহালয়ার আগে মমতার পুজোর সূচনা নিয়ে পালটা অভিষেক

জিএসটি প্রসঙ্গেও কেন্দ্রকে তুলোধোনা করলেন অভিষেক।

Durga Puja 2025: MP Abhishek Banerjee slams BJP
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 22, 2025 6:05 pm
  • Updated:September 22, 2025 7:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার আগে কেন মণ্ডপের দ্বারোদ্ঘাটন, তা নিয়ে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধীরা। রবিবার ডায়মন্ড হারবার থেকে এবিষয়ে পালটা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা প্রশ্ন, “কেন রামনবমীর তিনমাস আগে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন মোদি? চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বলেই কি এই কাজ?”

Advertisement

চারপাশে পুজোর আমেজ। ইতিমধ্যেই কলকাতার একাধিক বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা শাস্ত্র মেনে কীভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে ডায়মন্ড হারবার থেকে এনিয়েই পালটা মোদিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বললেন, “অভিযোগটা কী? ওনাদের অভিযোগ, শাস্ত্র মতে হচ্ছে না। তাহলে আগে ওনাদের প্রশ্ন করুন না, এপ্রিল মাসে তো রামনবমী। তাহলে কীভাবে জানুয়ারি মাসে রামমন্দিরের প্রতিষ্ঠা হল?” এর নেপথ্যেও ভোটের জটিল অঙ্ক বলেই দাবি করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন জিএসটি নিয়েও বিজেপি সরকারকে একহাত নিয়েছেন অভিষেক। তিনি বলেন, “নোটবন্দির জন্য কত মানুষ মরেছে। এর দায় কার? একের পর এক এধরনের সিদ্ধান্তের জন্য কেন্দ্র জবাবদিহি করবে না কেন?” তিনি আরও  বলেন,  “অর্থনীতিকে শেষ করে দিয়েছে এই সরকার। জিএসটি নিয়ে কেন্দ্র যে কৌশল নিয়েছে.. বাকিটা মানুষের উপর ছেড়ে দিন। আসন কমছে বলে জিএসটি কমেছে। যেদিন আসন শূন্য হবে সেদিন জিএসটিও শূন্য হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ