Advertisement
Advertisement
Durga Puja 2025

‘অপারেশন সিঁদুর’ থিম নিয়ে বিতর্ক, দক্ষিণ ২৪ পরগনায় বদলে যাচ্ছে পুজো মণ্ডপ!

বিষয়টি নিয়ে বিতর্ক উঠতেই মণ্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের।

Durga Puja 2025: Pandal decoration has been changed after controversy of Operation Sindoor theme
Published by: Sucheta Sengupta
  • Posted:September 25, 2025 7:08 pm
  • Updated:September 25, 2025 7:15 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুজোর থিম নিয়ে বিতর্ক। যার জেরে শেষ মুহূর্তে মণ্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার চকফুলডুবি। সেখানকার ৭০ বছরের পুরনো সর্বজনীন দুর্গোৎসব নিয়ে যত বিতর্ক। জানা যাচ্ছে, সেখানে এবারের থিম ছিল ‘অপারেশন সিঁদুর’। গেরুয়া কাপড় দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছিল। কিন্তু এই থিম নিয়ে আপত্তি উঠতেই তা পালটে ফেলা হচ্ছে বলে খবর। যতটুকু তৈরি হয়েছিল, তা খুলে নতুন করে মণ্ডপ বানানো হচ্ছে। এই শেষ মুহূর্তের বদল নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে তো?

Advertisement

জানা গিয়েছে, সাগরের চকফুলডুবি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য তৃণমূলের। কমিটির সম্পাদক তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য সত্যহরি বেরা। কমিটির কয়েকজন বিজেপি কর্মী। এবছর ৭০ তম বর্ষে এই পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর। অভিযোগ, সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে পুজো কমিটিকে সেই থিম বাতিল করতে হয়েছে। মণ্ডপ অর্ধেক তৈরি হওয়ার পর মন্ত্রীর নির্দেশেই আর কাজ এগোয়নি বলে অভিযোগ। যদিও তৃণমূলের বক্তব্য, মণ্ডপ তৈরি হচ্ছিল ভুলভাবে। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে এই অবস্থা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও এদিন ফোন ধরেননি। সাগরের বিরোধী দলনেতা বিজেপির বিকাশ কামিলা বলেন, ”৭০ বছরের প্রাচীন পুজো এবার হয়ত নম নম করেই সারতে হবে। মন্ত্রীর নির্দেশমতো পুজো কমিটি অপারেশন সিঁদুর থিম বাতিল করে দিয়েছে।” এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ বলে তিনি জানান।

কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবছর পুজোর উদ্বোধন হবে না। থিম ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করা হলো এবং সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়া হবে। পুজো কমিটির সভাপতি গোবিন্দ মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তৃণমূল পঞ্চায়েত সদস্য ও পুজো কমিটির সম্পাদক সত্যহরি বেরা বলেন, ”এসব সঠিক নয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং যে থিম ভাবা হয়েছিল, তা রূপ দিতে গেলে ব্যয়বহুল হবে। সে কারণেই বাতিল করা হয়েছে। পুজো হবে মন্দিরেই। সরকারি অনুদানের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ