Advertisement
Advertisement
Durga Puja 2025

সুনীতা উইলিয়মস থেকে অপারেশন সিঁদুরের দ্যুতি! পুজোয় দিল্লি পাড়ি চন্দননগরের আলোর

জানেন পুজোর এই কাজের জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন শিল্পী সুশ্বেতা?

Durga Puja 2025: Puja in Delhi and Kolkata will be decorated with the help of light from Chandannagar
Published by: Sucheta Sengupta
  • Posted:September 14, 2025 6:44 pm
  • Updated:September 14, 2025 7:54 pm  

সুমন করাতি, হুগলি: বাবার স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন মেয়ে কাঁধে। গত বছর আগস্ট মাসে প্রয়াত হয়েছেন চন্দননগরের আলোক শিল্পী বাবু পাল। বাবুর পরবর্তী প্রজন্ম তার মেয়ে, বাবার শিল্পকে বিশ্বের দরবারে বাঁচিয়ে রাখার কাজ করছে মেয়ে। বাবু পাল না থেকেও তাঁর সৃষ্টি আলোর খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ তো বটেই, বিদেশের মাটিতেও। বাবু পালের আলো শিল্পের ব্যবসা এখন সামলাচ্ছেন মেয়ে সুশ্বেতা পাল। এবছর দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোয় একাধিক আলোর অর্ডার পেয়েছেন সুশ্বেতা। দিল্লিতে পাড়ি দিচ্ছে সুশ্বেতার আলোকসজ্জা। সেখানে ফুটে উঠেছে সুনীতা উইলিয়মসের মহাকাশে দিনযাপন থেকে অপারেশন সিঁদুর বৃত্তান্ত।

Advertisement
চন্দননগরের শিল্পীর আলোকসজ্জায় ‘অপারেশন সিঁদুর’। নিজস্ব ছবি।

পুজো উদ্যোক্তাদের কাছে সময়মতো আলো পৌঁছে দিতে দিনরাত এক করে পরিশ্রম করে চালাচ্ছেন চন্দননগরে আলোক শিল্পীরা। কলকাতার শ্রীভূমি, সিংহী পার্কের সাবেকি পুজো সেজে উঠবে শিল্পী সুশ্বেতার আলোকসজ্জায়। মেদিনীপুরে একটি দুর্গাপুজোয় দেখা যাবে চন্দননগরের আলো। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে এই আলো। দিল্লির একটি নামী পুজো কমিটিতে তা দ্যুতি ছড়াবে। কলকাতায় দুর্গাপুজোয় ৫০ টি গেট রয়েছে, যেখানে জ্বলবে আলো।

শিল্পী সুশ্বেতা জানিয়েছে, ”এবছর দুর্গাপুজোয় কলকাতার শ্রীভূমি মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করেছে। যেখানে কেদারনাথ, দিঘার মন্দির, পুরীর মন্দির তৈরি করছে। এগুলোই আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। মহাকাশচারী সুনীতা উইলিয়াম কীভাবে পৃথিবীতে ফিরে এলেন সে দৃশ্যও আলোর মাধ্যমে দেখা যাবে।”

আরও জানা যাচ্ছে, আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরে পাকিস্তানের ছোড়া মিসাইল কীভাবে ধ্বংস করেছে S-400 মিসাইল সেটাও আলোর মাধ্যমে দেখানো হয়েছে। ২০ থেকে ২২ ফুটের স্ট্রাকচার করে অপারেশন সিঁদুরে নৌ, বায়ু ও ভারতীয় সেনারা যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সেটিও এলইডি, থ্রি সিক্সটি ল্যাম্প ও থ্রিডি আলোর মাধ্যমে দেখা যাবে। সুশ্বেতা জানান, ”প্রত্যেকটা কাজেই আমার বাজেট ২৫ লক্ষ। এর পাশাপাশি দিল্লিতেও গিয়েছে জগৎ বিখ্যাত চন্দননগরের আলো। সেখানেও বড় বড় গেট করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement