Advertisement
Advertisement
Durga Puja 2025

পুজোয় এলাকার প্যান্ডেল হপিং এখন আরও সহজ! শুরু ‘দুয়ারে টোটো’ পরিষেবা

ফোন করলেই ঠিকানায় পৌঁছে যাবে টোটো।

Durga Puja 2025: Special toto service started in Murshidabad
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2025 2:55 pm
  • Updated:September 15, 2025 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় অ্যাপ নির্ভর গাড়ি, বাইকের ছড়াছড়ি। ফোনে বুকিংয়েই দুয়ারে হাজির হয়ে যায় গাড়ি। পুজোর আগে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা কান্দিতে সেই আদলেই শুরু হচ্ছে ‘দুয়ারে টোটো’। ব্যাপারটা কী?

Advertisement

উদ্দেশ্য পুজোর মরশুমে কান্দি শহরকে যানজট মুক্ত রাখা। তাই কান্দি পুরসভার উদ্যোগে বিশেষ মোবাইল নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করলেই টোটো হাজির হবে দুয়ারে। রবিবার থেকে টোটো পরিষেবার জন্য চালু হয়েছে এই নম্বর। পাশাপাশি পুজো মরশুমে সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত গোটা কান্দি বাজার এলাকাকে নো-পার্কিং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। কান্দি থানার পাশে ব্যবসায়ী সমিতির মাঠ ও বাজার সংলগ্ন সবুজ সংঘের মাঠে টোটো ও বাইকের পার্কিং জোন করা হয়েছে।

কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক জানিয়েছেন, “কান্দি বাজারে বা অন্যান্য জায়গায় আমরা যানবাহন চলাচলের উপর কোনও নিষেধাজ্ঞা করছি না। টোটো বা বাইক বাজারে সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত প্রবেশ করতে পারবে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। টোটো যাত্রী নামিয়ে চলে যাবে পার্কিং জোনে। তার জন্য দুটি জোন তৈরি করা হয়েছে।”

কান্দি টোটো ও ই-রিক্সা ইউনিয়নের সম্পাদক মিরাজ শেখ বলেন, “কেউ বাজার করার পর দোকানদাররা বা সাধারণ বাসিন্দা আমাদের নম্বরে ফোন করলেই তাঁদের কাছে টোটো পৌঁছে যাবে পাঁচ মিনিটের মধ্যে। তার জন্য কুড়িটি টোটো প্রত্যেকদিন রাত সাড়ে দশটা পর্যন্ত অন কলে রাখা হচ্ছে।” কান্দির ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, “মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা।” পাশাপাশি কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, “মূলত কান্দি শহর পূজোর সময় প্রতিবছর যানজটের কবলে পড়ে। এ বছর যাতে যানজট মুক্তভাবেই মানুষ চলাচল করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement