সুমন করাতি, হুগলি: পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলও জমার আশঙ্কাও থাকছে। কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া সবই চলবে। উৎসবমুখর জনতাকে আটকাতে পারবে না বৃষ্টি। প্রয়োজনে রেনকোট পড়ে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। বৃহস্পতিবার হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসবমুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাতের কয়েকঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দিনভর জমা জলের কারণে প্রাণহানি ঘটেছে অন্তত ৮ জনের। শহরবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিনটি কাটিয়েছিলেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পঞ্চমীর দিন ফের ঘনীভূত হবে নিম্নচাপ। দুর্গাপুজোর দিনগুলোতেও শহর ও শহর সংলগ্ন এলাকা ভাসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হয়ে উৎসবের আনন্দ মাটি হবে না তো?
বৃহস্পতিবার হুগলিতে নিজের সংসদীয় এলাকা হুগলির চুঁচুড়া, পান্ডুয়া, পোলবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তারকা-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই বললেন, ”যতই বৃষ্টি হোক, মানুষকে আটকানো যাবে না। জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ।
কারণ, সারাবছর তাঁরা অপেক্ষা থাকে এই ক’টাদিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢালার পরিকল্পনা করে লাভ হবে না। প্রয়োজনের রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরবেন দর্শনার্থীরা।” এও বললেন, ”চলবে দেদার খাওয়াদাওয়া। পুজোর সময় নো ডায়েট।” আগেই বলেছিলেন, পুজোর সময় কোনও নিয়মে নিজেকে বেঁধে রাখেন না। বিশেষত খাওয়াদাওয়ার বিষয়ে। পুজোর উদ্বোধন করেও একই কথা বললেন রচনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.