সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাই দুর্গাপুর কাণ্ডে পুলিশের নজরে! জানতে পেরে নিজের দায়িত্বে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন দিদি। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ।
১০ অক্টোবর থেকে দুর্গাপুর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। তদন্তে নেমে রবিবার ও সোমবার মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরই একজন সফিক শেখ। তবে তাকে ধরতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল পুলিশকে। তখনই সহযোগিতার হাত বাড়ান সফিকের দিদি রোজিনা শেখ। জানা গিয়েছে, পুলিশ খুঁজছে জানার পরই বাড়ি থেকে উধাও হয়ে যায় সফিক। নিজের মোবাইলও ব্যবহার করছিল না সে। এদিকে তার হদিশ পেতে আত্মীয়দের বাড়িতেও হানা দেয় পুলিশ। এরপরই রোজিনা বিবি ভাইয়ের শ্বশুরবাড়িতে ফোন করেন। জানান, সফিক ফোন করলেই যেন তাঁকে জানানো হয়।
এরপরই ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন রোজিনা। জানতে চান, সে কোথায় রয়েছে। যদিও তা জানায়নি সফিক। এরপরই রোজিনা যুবককে দেখা করার প্রস্তাব দেয়। দিদির কথায় রাজি হয়ে অন্ডাল হাইওয়ের নিচে যায় সফিক। এদিকে পুলিশের গাড়িতেই সেখানে পৌঁছন রোজিনা। ভাইকে তুলে নেয় গাড়িতে। সেখানেই পুলিশ গ্রেপ্তার করে সফিককে। রোজিনার কথায়, “অন্যায়ের সঙ্গে আপস নয়। নিরপেক্ষ তদন্ত হোক। দোষীরা যেন শাস্তি পায়।” প্রসঙ্গত, দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল বলেই প্রথমে অভিযোগ উঠেছিল। যদিও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ঘটনাটি গণধর্ষণ নয়, ধর্ষণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.