Advertisement
Advertisement
Duttapukur Murder

দত্তপুকুর কাণ্ডে এবার জালে মৃত হজরতের প্রাক্তন স্ত্রীর বান্ধবী! ক্রমশ ঘনীভূত রহস্য

খুনের ঘটনায় ঠিক কী ভূমিকা ছিল সোফিয়ার, তা এখনও খোলসা করেনি পুলিশ।

Duttapukur Murder: One more accused arrested

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 7, 2025 1:46 pm
  • Updated:February 7, 2025 3:49 pm   

অর্ণব দাস, বারাসত: দত্তপুকুর কাণ্ডে গ্রেপ্তার আরও এক। এবার মৃত হজরত লস্করের প্রাক্তন স্ত্রী পূজা দাসের বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সোফিয়া খাতুন। বামনগাছি এলাকার বাসিন্দা ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ওই মহিলার বাড়ি মাত্র ২০০ মিটার দূরে। তবে খুনের ঘটনায় ঠিক কী ভূমিকা ছিল সোফিয়ার, তা এখনও খোলসা করেনি পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত গত সোমবার। ওইদিন দত্তপুকুরের (Duttapukur) বাজিতপুর এলাকায় মেলে যুবকের মুন্ডহীন নগ্ন দেহ। ২ দিন পর মৃতের পরিচয় জানতে পারে তদন্তকারীরা। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ওবাইদুল্লা মোল্লা ও পূজা শেখকে। তারপরই উঠে আসে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। জানা যায়, বনগাঁর বাসিন্দা পূজা দাস কলকাতার নিষিদ্ধ পল্লিতে থাকত। সেখানে তার নাম ছিল নিশা। নিষিদ্ধ পল্লিতে যাতায়াতের সূত্র ধরে পূজার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় হজরতের। পরে পূজাকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদ হয়। বছরখানেক আগে পূজাকে বিয়ে করে ওবাইদুল্লা। কিন্তু দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল পূজার।

বিষয়টি জানতে পারে ওবাইদুল্লা। স্বাভাবিকভাবেই হজরতের প্রতি ব্যক্তিগত আক্রোশে তৈরি হয় তাঁর। পুলিশ আরও জানতে পেরেছে, ওবাইদুল্লা এবং হজরত বিরুদ্ধে হাওড়া, হুগলি, উত্তরপাড়া-সহ বেলঘড়িয়া, বরানগর এলাকায় চুরি, ছিনতাই ডাকাতির অভিযোগে দুজনকেই বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিল পুলিশ। ওবাইদুল্লার সন্দেহ ছিল, গ্রেপ্তারিতে পুলিশকে সহযোগিতা করেছিল হজরত। সবমিলিয়ে আক্রোশ চরম পর্যায়ে পৌঁছয়। এরপরই সে খুনের পরিকল্পনা করে। কিন্তু তাতে পূজা ও সোফিয়ার ঠিক কী ভূমিকা ছিল সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ