সুমন করাতি, হুগলি: একদা সিপিএমের ভুল শিল্প ও জমিনীতির কারণে হুগলির সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটার ন্যানো। শনিবার সেই হুগলির সুগন্ধার আধুনিক কারখানার মাটি থেকেই এক লাখ টাকার নতুন প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি আনার কথা ঘোষণা করল বাঙালি সংস্থা সাইনোসিওর। রীতিমত চমকে দিয়ে তাদের তরফে সুসংবাদ, কালীপুজোর পর গাড়ির লুক রিলিজ হবে। আর নতুন বছরের গোড়ার দিকে প্রথম গাড়ি উদ্বোধন হবে।
বস্তুত, ন্যানোর থেকেও আধুনিক প্রযুক্তির গাড়ি এক লাখ টাকা দামে আনার খবরে চর্চা শুরু হয়েছে। ‘বাঙলার শিল্প, বাঙালির শিল্প’ শ্লোগান দিয়ে কারখানার অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে। এদিন এখানে উপলক্ষ ছিল, এই সংস্থার তৈরি ‘টিফোজ’ ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার উদ্বোধন। ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ।
সংস্থার দুই কর্ণধার সম্রাজ্ঞী ঘোষ ও সম্পূর্ণা ঘোষও ছিলেন। ছিলেন শান্তনু ঘোষ। একবার চার্জেই দিনভর ছোটার থ্রি হইলার ‘টিফোজ টাইগার্স’ উদ্বোধন হয়। যথেষ্ট কম দামে মিলবে এটি। এই মঞ্চেই বক্তৃতায় কুণাল ঘোষ সিঙ্গুর থেকে ন্যানো চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে সিপিএমের জমিনীতিকে তুলোধনা করেন। এরপর তিনি বলেন, “এই অনুষ্ঠানের আমন্ত্রণ করতে আসার সময় শান্তনুদাকে বলেছিলাম, থ্রি হুইলার হলে ফোর হুইলার নয় কেন? আপনাদের বারো একর জমির কারখানা, সবরকম বিভাগ এখানেই, এতজন দক্ষ কর্মী, তাহলে ইলেকট্রিক গাড়ি হবে না কেন? এক লাখ টাকায় গাড়ি হোক। শান্তনুদা ইতিবাচক সাড়া দিয়েছেন। তারপর কিছু প্রস্তুতিও নিয়েছেন।”
এরপর শান্তনু ঘোষ বলেন, “আমরা গাড়ির চ্যালেঞ্জ নিয়েছি। কালীপুজোর পর লুক রিলিজ করে বিস্তারিত জানাব। নতুন বছরে গাড়ি উদ্বোধন হবে।” মন্ত্রী জাভেদ খান ও উজ্জ্বল বিশ্বাসও এই সংস্থার নতুন প্রযুক্তির কাজের ঢালাও প্রশংসা করেন। উল্লেখ্য, টিফোজের বিএলডিসি পাখা ইতিমধ্যেই কম বিদ্যুতে খরচ কমিয়ে পরিষেবার জন্য জনপ্রিয় হয়েছে।
বস্তুত, ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে যে প্রযুক্তিগত মূলত চিন বা অন্য জায়গা থেকে আমদানি করা হয়, সেগুলি এই কারখানাতেই তৈরি করছে সাইনোসিওর সংস্থা। তাই অনেকটা কম দামে কাজ করছে তারা। মঞ্চে শান্তনু ঘোষ এক লাখ টাকায় গাড়ির কথা ঘোষণা করতেই চারদিকে জল্পনা তুঙ্গে। জানা গেছে, এক লাখ টাকা দিয়ে মডেল শুরু হবে। তারপর প্রিমিয়াম, ডিলাক্স মডেল থাকবে। সেগুলিও কম দামেই মিলবে। শান্তনু ঘোষ জানান, এখন বিস্তারিত আর কিছু বলা হবে না। কালীপুজোর পর গাড়ির লুক রিলিজের সময় সবিস্তার তথ্য দেবেন তাঁরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন,” প্রসঙ্গক্রমে ওঠা গাড়ি তৈরির অনুরোধে এই সংস্থা যেভাবে সাড়া দিয়েছে, তা প্রশংসনীয়।” জাভেদ খান দেশের স্বাধীনতা আন্দোলন ও দেশগঠনে বাংলা ও বাঙালীর বিপুল অবদানের কথা বলেন।
এক লাখ টাকার গাড়ির ঘোষণা এখন সকলের নজর কেড়ে নিয়েছে। ন্যানো নিয়ে বিরোধীদের কুৎসার পর সেই হুগলী থেকেই আধুনিক প্রযুক্তির এক লাখি গাড়ি আবার দেশের গাড়ি শিল্পে বাংলাকে জল্পনার কেন্দ্রে নিয়ে এসেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.