ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। ছড়াল তীব্র আতঙ্ক।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্সের বেশ কিছু অঞ্চল এবং বালুরঘাটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। সাতসকালে হঠাৎই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মানুষজন। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় কেঁপে ওঠে। যদিও সে কম্পন ছিল মৃদু। সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প হয় অসমের গোয়ালপারাতেও।
An earthquake of magnitude 5.2 on the Richter scale hit Goalpara, Assam at 8.45 am today: National Centre for Seismology
— ANI (@ANI)
একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গবাসীকে। বর্ষাকালের প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস নেমে একাধিক এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। । কার্শিয়াংয়ের (Kurseong) তিনধরিয়ায় জাতীয় সড়কে ধস নামে। বন্ধ হয়ে যায় যানচলাচল। শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার ভূমিকম্পে ছড়াল আতঙ্ক। যদিও এর মাত্রা ভয়ংকর না হওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি।
এর আগে গত সোমবার রাতে রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল। তাতে অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এবার কেঁপে উঠল উত্তরবঙ্গ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.