সৌরভ মাজি, বর্ধমান: টিফিন খরচের টাকা বাঁচিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল স্কুলপড়ুয়ারা। সহায়তার হাত বাড়িয়েছেন শিক্ষকরাও। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলশাসকের হাতে ২৬ হাজার টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন গলসির উচ্চ গ্রাম হাইস্কুলের শিক্ষকরা। পড়ুয়াদের এই উদ্যোগের প্রশংসা করেছেন জেলাশাসক।
[শারীরিক সুখের সন্ধানে পরকীয়া! স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক]
সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কেরলের। বহু মানুষ বিপন্ন হয়ে পড়েন। উচ্চগ্রাম হাইস্কুলের পড়ুয়ারা সিদ্ধান্ত নেয় সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর। টিফিনের খরচ বাঁচিয়ে অর্থ সঞ্চয় করতে শুরু করে তারা। পড়ুয়াদের উদ্যোগে পাশে দাঁড়ান স্কুলের শিক্ষকরাও। গলসি হাইস্কুলের শিক্ষক ও পড়ুয়া মিলে জমিয়ে ফেলেন ২৬ হাজার টাকা। মঙ্গলবার সংগৃহীত অর্থ পূর্ব বর্ধমানের জেলাশাসকের হাতে তুলে দিলেন শিক্ষক ও পড়ুয়ারা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, পড়ুয়া-শিক্ষকরা খুবই ভাল উদ্যোগ নিয়েছেন। তাঁরা ২৬ হাজার টাকার ড্রাফট দিয়েছেন। সেটি সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।
পূর্ব বর্ধমানের গলসি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামলকুমার কেশ জানান, কেরলের বন্যাবিধ্বস্ত এলাকার মানুষদের সাহায্যের জন্য পড়ুয়ারা ইচ্ছাপ্রকাশ করে। তারা নিজেদের খরচ বাঁচিয়ে টাকা জমায়। এলাকার কিছু মানুষজনও সহায়তা করেন। সব মিলিয়ে এই অর্থ কেরলের ত্রাণের জন্য দান করা হয়েছে।
ছবি: মুকুলেসুর রহমান
[ হনুমানের দোসর ‘পাগলা’ কুকুর, পুজোর মুখে আতঙ্ক সিউড়িতে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.