Advertisement
Advertisement
Murshidabad DIG

এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরাল কমিশন, পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন অধীর

মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন অধীররঞ্জন চৌধুরী।

EC orders transfer of Murshidabad range DIG
Published by: Paramita Paul
  • Posted:April 15, 2024 1:58 pm
  • Updated:April 15, 2024 2:37 pm   

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের ডিসিপির পর এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরাল কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছে তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। 

Advertisement

ওই পদে নিয়োগের জন্য আজকে, সোমবার বিকেল পাঁচটার মধ্যে তিনজনের প্যানেলের নাম পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। শ্রী মুকেশকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখতেও নির্দেশ দিয়েছে তারা। উল্লেখ্য, মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর। তাঁর দাবি ছিল, তৃণমূলের হয়ে কাজ করছিলেন ওই আইপিএস আধিকারিক। উনিশ বা একুশের নির্বাচনের মতোই ওই এলাকায় গোলমাল পাকাতে মুকেশকে মুর্শিদাবাদে আনা হয়েছিল বলেও দাবি করেছিলেন। এবার সেই আইপিএস আধিকারিককে সরিয়ে দিল কমিশন।

[আরও পড়ুন: ভোটের আগে VIP-দের উপর হামলার ছক আইএস জঙ্গিদের! গোয়েন্দা নজরে নির্দেশক ‘ভাই’]

প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী তথা পুলিশ কর্তা সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে শেয়ার বাজারে বিরাট ধস, ৮ লক্ষ কোটি লোকসানের মুখে লগ্নিকারীরা!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ