Advertisement
Advertisement

Breaking News

Patharpratima

বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু, দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ভাই

ঘটনায় শোকের ছায়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

elder brother dies after being electrocuted in Patharpratima, brother in critical condition

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 30, 2025 1:11 pm
  • Updated:June 30, 2025 1:11 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু। দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন ভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায়। মৃত ব্যক্তির নাম গোবর্ধন মাইতি(৬৮)। গুরুতর জখম নারায়ণ মাইতি হাসপাতালে চিকিৎসাধীন।

গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে ওই পরিবারের বাস। এদিন সকালে বাড়ির বিদ্যুতের লাইনে কিছু সমস্যা হয়েছিল। বাড়িতেই ছিলেন গোবর্ধন মাইতি। তিনি নিজেই বিদ্যুতের তার ঠিক করতে গিয়েছিলেন। সেসময়ই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। বিদ্যুতের তারে হাত দেওয়ার কিছু সময়ের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনা দেখে দাদাকে বাঁচাতে গিয়েছিলেন বছর ৫৮ বয়সের নারায়ণ মাইতি। দাদাকে ধরতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনা দেখে ছুটে যান পরিবারের অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রতিবেশীরাও। কিছু সময়ের চেষ্টার পর দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দাদা গোবর্ধন মাইতিকে মৃত বলে ঘোষণা করেন। নারায়ণ মাইতি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্ষার মরসুম। রাতভর বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। সেকারণে তারের কোনও অংশে জল ঢুকে থাকতে পারে। শটসার্কিট থেকেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনায় শোকের ছায়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement