প্রতীকী ছবি
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কবরস্থানের জমি নিয়ে বিবাদ! পুলিশের মারে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ বনগাঁর গোপালনগরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার শিয়ালডাঙা এলাকায়। শুক্রবার বৃদ্ধের মৃত্যু হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বৃদ্ধের মৃত্যুর পর কয়েক ঘণ্টা বনগাঁ-চাকদহ সড়ক অবরোধ স্থানীয়দের। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত বৃদ্ধের নাম রবিউল হোসেন। বয়স ৭০ বছর। তিনি গোপালনগর থানার অন্তর্গত শিয়ালডাঙার বাসিন্দা। কীভাবে মৃত্যু? বিক্ষোভকারীরা জানাচ্ছেন, এলাকায় একটি কবরস্থান রয়েছে। তা দীর্ঘদিন ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। বর্ষায় আগাছা আরও বেড়েছে। তাই তাঁরা সেটি পরিষ্কার করতে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেয় পুলিশ। কারণ, ওই জমিটি নিয়ে বিবাদ রয়েছে। আদালতে তা নিয়ে মামলাও চলছে। কবরস্থানের জমিতে ঢোকা নিষেধ। জারি রয়েছে ১৪৪ ধারা (ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ১৬৩)। স্বাভাবিক ভাবেই সেই জমিতে কোনও কাজ করার অধিকার নেই। পুলিশ বাধা দিলেই স্থানীয়দের সঙ্গে বচসা, তর্কাতর্কি বাধে। অভিযোগ, লাঠি চালায় পুলিশ। বৃদ্ধ রবিউল হোসেনকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ স্থানীয়রা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় ৷
পুলিশের মারে মৃত্যু হয়েছে বৃদ্ধের তা পুরোপুরি অস্বীকার করেছে থানা। কোনও লাঠি চালানোর ঘটনা ঘটেইনি বলে জানাচ্ছেন তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃদ্ধ অসুস্থ ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করে। পুলিশের সহযোগিতাতেই তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.