বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়। নিজস্ব চিত্র
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাবার একমাত্র শেষ স্মৃতি ছিল নৌকা। ইছামতীর নদীতে সেটি বাঁধা থাকত। বৃদ্ধ সন্তান সেই নৌকাটিতে মাঝেমধ্যেই সসময় কাটাতেন। বাবার স্মৃতি আগলে রাখতেন। ইছামতী থেকে সেই নৌকাই পাড়ে তুলতে গিয়ে জলে ডুবে মারা গেলেন বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁয়। মৃত ব্যক্তির নাম নারায়ণচন্দ্র সরকার।
জানা গিয়েছে, বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমাই ঘাটে ওই নৌকাটি বাঁধা থাকত। ওই এলাকাতেই বাড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক বৃদ্ধ নারায়ণচন্দ্র সরকারের। ওই বৃদ্ধের বাবার একটি নৌকা স্মৃতি হিসেবে নদীর পাড়েই বাঁধা থাকত। এই বৃদ্ধ মাঝেমধ্যেই নদীর পাড়ে গিয়ে সেই নৌকায় বসে থাকতেন। কখনও মাছ ধরতেন। দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। বনগাঁ পুরসভার একাধিক জায়গাও জলমগ্ন হয়ে পড়েছিল। ইছামতী নদীতেও জল বেড়েছে। প্রশাসনের তরফে ইছামতি নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
এদিন সকালে ওই নৌকা দেখতে গিয়েছিলেন বৃদ্ধ। দেখা যায়, নৌকাটি জলে ডুবে যেতে পারে। জল বেড়ে যাওয়ায় তিনি নৌকাটি পাড়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন। আর তখনও ঘটে মর্মান্তিক ঘটনা। ইছামতীর জলে পড়ে যান ওই বৃদ্ধ। সাঁতার জানলেও তিনি জলে ডুবে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টা দু’য়েক পর ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাবার শেষ স্মৃতি আগলে রাখতে গিয়ে ছেলের প্রাণ চলে গেল! ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.