বৃদ্ধাশ্রম থেকে নিখোঁজ বৃদ্ধ। নিজস্ব চিত্র
অর্ণব আইচ, বারাকপুর: রহড়ার একটি বৃদ্ধাশ্রম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ আবাসিক বৃদ্ধ। বিষয়টি জানার পরেই ওই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলার পাশাপাশি রহড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
নিখোঁজ ওই বৃদ্ধের নাম ভিক্টর দত্ত। তাঁর বাড়ি দমদম নাগের বাজার এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার বছর ধরে রহড়া থানা এলাকার একটি বৃদ্ধাশ্রমে আবাসিক হিসেবে রয়েছেন তিনি। অভিযোগ, বিগত একমাস ধরে বৃদ্ধের নিখোঁজ হওয়ার খবর পরিবারকে জানায়নি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। পরিবারের লোকজন ভিক্টরের খোঁজ খবর নিতে প্রায়ই ওই বৃদ্ধাশ্রমে ফোন করতেন। অভিযোগ, উত্তরে বৃদ্ধাশ্রমের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি তাদের জানাতেন, ভিক্টর ভালো আছেন। কিন্তু ভিডিও কলে কখনও কথা বলাতে রাজি হয়নি। দীর্ঘদিন এমনটা চলায় সন্দেহ বাড়ে পরিবারের। শেষে পরিবারের লোকজন সটান রহড়ার বৃদ্ধাশ্রমে চলে এলে জানতে পারেন, ভিক্টর নিখোঁজ। এরপরই রহড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা।
নিখোঁজ আবাসিকের দাদা অভিজিৎ দত্ত বলেন, “ভাই কেমন আছে জানতে চাইলে বৃদ্ধাশ্রমের ইনচার্জ বলতেন ভালো আছেন। কিন্তু ভিডিও কলে কথা বলার অনুমতি দিতেন না। ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ভাইয়ের হয়ে অন্য একজন কথা বলত। সন্দেহ হওয়ায় এখানে এসে বিষয়টি জানতে পারি। কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এমটা হয়েছে।” যদিও বৃদ্ধাশ্রমের মালিক উজ্জ্বল সরকার জানিয়েছেন, “ওঁ আগেও কয়েকবার বেরিয়ে গিয়েছিলেন। হয় আমরা খুঁজে নিয়ে এসেছি, নয়তো ওঁ নিজেই এসেছেন। কিন্ত এবার কীভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন, বুঝতে পারছি না।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.