Advertisement
Advertisement
Basirhat

একাই থাকতেন বাড়িতে, পুকুরের জলে নিখোঁজ শাশুড়ির দেহ দেখল জামাই! খুন নাকি অন্য কিছু?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Elderly woman's body found in Basirhat

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 31, 2025 1:16 pm
  • Updated:May 31, 2025 1:34 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন এক প্রৌঢ়া। এদিন সকালে এলাকারই পুকুরে মিলল তাঁর মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ‘খুন’ নাকি অন্য কিছু? সেই চর্চা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মৃতার নাম গৌরী কুণ্ডু(৬৫)।

জানা গিয়েছে, গৌরী কুণ্ডুর বাড়ি স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়া কঙ্কনা বাওড়ে এলাকায়। বাড়িতে একাই থাকতেন তিনি। ওই এলাকাতেই তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। গতকাল শুক্রবার সন্ধে থেকে ওই প্রৌঢ়াকে আর দেখা যায়নি বলে স্থানীয়দের থেকে জানা গিয়েছে। এদিন সকালে এলাকার পুকুরপাড়ে গিয়েছিলেন স্থানীয়রা। তখনই ওই পুকুরের মধ্যে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃতার জামাই গৌতম দাসও ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই পুকুরের ঘাটে একটি চটি ও ওষুধের পাতা পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেসব দেখে সন্দেহ হয় তাঁর। ছবি তুলে তিনি বাড়ির লোককে সেটি দেখান। ছবি দেখে সন্দেহ হয় পরিবারের। তারপরেই ওই মহিলার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি ফাঁকা।

খবর পাঠানো হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করলে দেখা যায়, মৃতদেহ ওই নিখোঁজ প্রৌঢ়ারই। কিন্তু কেন তিনি পুকুরের ধারে এসেছিলেন? রাতে কোথায় ছিলেন তিনি? সেসব প্রশ্ন উঠছে। তাহলে কি ওই মহিলাকে খুন করা হয়েছে? সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চলছিল কি? সেসব কিছু খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ও পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement