রাজ কুমার, আলিপুরদুয়ার: বৃদ্ধাকে পায়ের নিচে পিষে মারল দাঁতাল। আহত আরও ২ জন। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, এখনও ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে দাঁতাল হাতির দল। অতি শীঘ্রই দাঁতালগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন জলদাপাড়ার ডিএফও। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
শুক্রবার ভোরে হঠাৎই আলিপুরদুয়ারের মধ্য মাদারিহাট এলাকার বাসিন্দাদের নজরে পড়ে একটি দাঁতাল। সাত সকালে লোকজন খুব একটা না থাকলেও, যে কজন ছিলেন প্রাণে বাঁচতে দ্রুত এলাকা থেকে চম্পট দেন তাঁরা। জানা গিয়েছে, সেই সময় রাধিকা ওঁরাও নামে এক মহিলা ছিলেন ওই এলাকায়। নজর পড়তেই তাঁর উপর চড়াও হয় দাঁতালটি। মুহূর্তে বৃদ্ধাকে পিষে দেয় হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাধিকা ওঁরাওয়ের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এর কিছুক্ষণের মধ্যেই ফালাকাটার মাদারিহাট রোডে একটি চলন্ত টোটোয় হামলা চালায় একটি দাঁতাল। আচমকা আক্রমণে যাত্রী-সহ উলটে যায় টোটোটি। গুরুতর আহত হন দুই যাত্রী।
সূত্রের খবর, শুক্রবার ভোরে প্রায় ১১টি হাতির একটি দল আলিপুরদুয়ারের থেকে বেরিয়ে পড়ে। বিভিন্ন দলে জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকার ছড়িয়ে পড়ে তারা। এরপরই বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় ওই হাতির দল। দাঁতালবাহিনী নজরে পড়তেই খবর পাঠানো হয় বনদপ্তরে। তবে ততক্ষণে ঘটে গিয়েছে দুর্ঘটনা। জলদাপাড়া বনদপ্তরের ডিএফও কুমার বিমল জানিয়েছেন, বনকর্মীরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। সন্ধের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে দাঁতালগুলিকে। পাশাপাশি, মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। শুক্রবার সকাল থেকে কার্যত ঘরবন্দি মাদারিহাটের বাসিন্দারা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.