অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নকশালবাড়ি স্টেশনের আগে আটকে গেল শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি থেকে কাটিহার যাচ্ছিল ট্রেনটি। যান্ত্রিক ত্রুটির জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। হয়রানির শিকার যাত্রীরা। ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় পরপর দাঁড়িয়ে পড়েছে মহানন্দা এক্সপ্রেস-সহ কয়েএকটি ট্রেন।
রবিবার বিকেল ৩টে নাগাদ নকশালাবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বেঙ্গাইজোতে আটকে যায় কাটিহারগামী ইন্টারসিটি এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ডিজেল ইঞ্জিন বিকল হয়ে পড়ার জেরে ট্রেনটি আটকে পড়ে মাঝ রাস্তায়। ট্রেন খারাপ হয়েছে জানতে পেরে কামরা থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। প্রবল হয়রানির মধ্যে পড়েছেন তাঁরা। রেল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ইতিমধ্যেই অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। সেই ইঞ্জিনটি গাড়িটিকে টেনে নিয়ে নকশালবাড়ি স্টেশনে আসবে।
ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে পড়ায় পরপর দাঁড়িয়ে পড়েছে মহানন্দা এক্সপ্রেস ও ক্যাপিটাল এক্সপ্রেস। বাগডোগড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মহানন্দা এক্সপ্রেস। এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছে ট্রেনগুলির যাত্রীরা। শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের এক যাত্রী বলেন, “প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে ট্রেনটি দাঁড়িয়ে আছে। সমস্যায় পড়েছি।” রেল সূত্রে খবর, ইন্টারসিটি এক্সপ্রেসকে টেনে নিয়ে আসতে শিলিগুড়ি থেকে ইতিমধ্যেই অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটিকে নকশালবাড়ি স্টেশনে নিয়ে আসা হবে। কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.